Mominpur: মোমিনপুরকাণ্ডে চার্জশিট দাখিল এনআইএ’র, নাম রয়েছে ১৬ জনের

Mominpur: মোমিনপুরের অশান্তির ঘটনা নিয়ে মামলা হয় আদালতে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টে।

Mominpur: মোমিনপুরকাণ্ডে চার্জশিট দাখিল এনআইএ'র, নাম রয়েছে ১৬ জনের
মোমিনপুরকাণ্ড (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 4:48 PM

কলকাতা: মোমিনপুরের (Mominpur Case) ঘটনায় চার্জশিট জমা করল এনআইএ (NIA)। শনিবার বিশেষ এনআইএ আদালতে এই চার্জশিট জমা পড়ে। ১৬ জনের নামে চার্জশিট জমা পড়ে এদিন। এরমধ্যে ৬ জন ফেরার। ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০০ পাতার চার্জশিটে ৭০ জন সাক্ষীর উল্লেখ রয়েছে। মোমিনপুরে ঝামেলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। গত ২৮ অক্টোবরে দায়িত্বভার নেওয়ার পরপরই মোমিনপুরে যায় এনআইএ। লালবাজারেও যায় তারা। ঘুরে দেখে মোমিনপুর এলাকা। জানুয়ারির শুরুতেই চার্জশিট পেশ করল তারা। অন্যদিকে মোমিনপুরের ঘটনায় সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট। তদন্ত করছে তারাও। তিনটি এফআইআর দায়ের হয়। যার দু’টির তদন্ত করছে কলকাতা পুলিশ। একটির তদন্তভার নিয়েছে এনআইএ।

এই মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০ জনকে হেফাজতে নিয়েছিল এনআইএ। পরে ৮ জনকে গ্রেফতার করা হয়। সেই ৮ জনেরই নাম রয়েছে চার্জশিটে। তবে চার্জশিটে যাঁদের নাম রয়েছে তাঁদের সিংহভাগকেই ফেরার বলা হয়েছে। এনআইএ সূত্রের খবর, কলকাতা পুলিশ যে ২০ জনকে গ্রেফতার করেছিল, তাদের সঙ্গে এই মামলায় যোগসূত্র পাওয়া যায়নি। ফলে সেই ২০ জনকে এই মামলা থেকে মুক্ত করার জন্য আবেদনও জানানো হয়।

হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাঁধাদান, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো ধারার উল্লেখ রয়েছে এই চার্জশিটে। সম্প্রতি এই মামলার সূত্র ধরেই মোমিনপুরের ১৭টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয় অভিযানে।