West Bengal Panchayat Polls: প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হতে পারে, রিপোর্ট তলব করে বললেন SC কমিশনের ভাইস চেয়ারম্যানের
National Commission for Scheduled Castes: বৃহস্পতিবার তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যানের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গত দেড় মাসে তপশিলি জাতিভুক্ত ৬ জন খুন / ধর্ষণের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ভয়ের বাতাবরণ।
কলকাতা: শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় তপশিলি কমিশনের বা এসসি কমিশনের (National Commission for Scheduled Castes) প্রতিনিধি দল। এ রাজ্যে তপশিলি জাতির মানুষ বারবার আক্রান্ত হচ্ছে বলে আগেই সরব হয়েছিলেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরেও তপশিলি প্রার্থীদের উপর হামলার অভিযোগ তুলেছেন অরুণ হালদার। পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি। রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করলেন তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। রিপোর্ট না পেলে তলব করা হতে পারে রাজ্য নির্বাচন কমিশনারকে। অভিযোগ, এ রাজ্যে বহু তপশিলি প্রার্থী আক্রান্ত হয়েছেন মনোনয়ন দাখিল পর্বে।
বৃহস্পতিবার তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যানের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গত দেড় মাসে তপশিলি জাতিভুক্ত ৬ জন খুন / ধর্ষণের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ভয়ের বাতাবরণ। একই ছবি দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটের সময়ও। যে সমস্ত জায়গা থেকে অভিযোগ এসেছে, অরুণ হালদার ব্যক্তিগতভাবে সেইসব জায়গায় যাবেন বলেও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তপশিলি জাতিভুক্তদের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি মোটেই সহানুভূতিশীল নয় বলেই অভিযোগ তাঁর।
নতুন রাজ্য নির্বাচন কমিশনারের যোগদান এবং ভোট ঘোষণার পরই তপশিলি সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি হিংসা বেড়েছে বলে বিবৃতিতে তুলে ধরেছেন অরুণ হালদার। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির সঙ্গে সম্প্রতি যে ঘটনা ঘটেছে বা ইন্দাস, ক্যানিংয়ে তপশিলি জাতিভুক্তরা ভয়ে রয়েছেন বলেও উল্লেখ করেছেন তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান। এরপরই তিনি লেখেন, প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশনারকে জবাবদিহির জন্য ডেকেও পাঠাতে পারেন তিনি।