Landslide Kolkata: ৬ ফুট এলাকাজুড়ে রাস্তায় ধস, খাস কলকাতায় চাঞ্চল্য

Kolkata: কলকাতা পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের মধ্যে বিধান সরণির মতো ব্যস্ত রাস্তা পড়ে।

Landslide Kolkata: ৬ ফুট এলাকাজুড়ে রাস্তায় ধস, খাস কলকাতায় চাঞ্চল্য
এভাবেই ধস নেমেছে রাস্তায়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 5:41 PM

কলকাতা: আচমকাই উত্তর কলকাতার রাস্তায় ধস। হাতিবাগানের কাছে হেদুয়া পার্ক সংলগ্ন বিধান সরণিতে প্রায় ৬ ফুট রাস্তা ভেঙে ঢুকে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই ওই রাস্তার কিছু অংশ বসে যায়। শনিবার সকাল থেকে যানবাহন চলাচল বাড়তেই ধস নামে রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যান পূর্ত দফতরের আধিকারিকরাও। কিন্তু হঠাৎ কেন রাস্তায় এভাবে ধস নামল? স্থানীয়দের কথায়, কিছুদিন আগে রাস্তায় কাজ হচ্ছিল। সেই সময় কিছু হয়ে থাকতে পারে। যার জেরে এই বিপত্তি বলে মনে করছেন তাঁরা।

কলকাতা পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের মধ্যে বিধান সরণির মতো ব্যস্ত রাস্তা পড়ে। এই ধস নিয়ে উদ্বেগে এলাকাবাসী। আচমকা এভাবে রাস্তা ভেঙে বসে যাওয়ায় যানবাহন চলাচলও ধীর গতিতে হচ্ছে। দ্রুত এই রাস্তা না ঠিক করা হলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। কর্তব্যরত এক পুলিশ আধিকারিক জানান, “ধস দেখা যেতেই কলকাতা পুরনিগমে জানানো হয়। দ্রুততার সঙ্গে আধিকারিকরাও এসেছেন। কতটা কী হয়েছে দেখা হচ্ছে।” স্থানীয়রা জানান, বহু দিনের পুরনো রাস্তা। নিয়মিত প্রচুর গাড়ি যাতায়াত করে। কিছুদিন আগে রাস্তার কাজও হয়। কাউন্সিলরকে সমস্ত বিষয়ই জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে যান। তৎপরতার সঙ্গে কাজও শুরু হয়।

গত বছর ঘন ঘন দুর্যোগের কলকাতা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। বৃষ্টির জল নেমে গেলেও অন্য অশনি সঙ্কেত দেখছিলেন তাঁরা। বৃষ্টির জল ধীরে ধীরে মাটির তলায় ঢুকে যায়। যে সমস্ত জায়গায় ঝুরঝুরে মাটি, সেখানে রোদ পড়ে তা শুকোলেই মাটির বাঁধন আরও আলগা হতে থাকে। এর জেরে কলকাতার বিভিন্ন জায়গায় ধস প্রবণতা বাড়ার একটা ভবিষ্যৎবাণীও করেছিলেন তাঁরা। যদিও বিধান সরণি এলাকার লোকজন মনে করছেন, সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে রাস্তায় কাজ হয়েছে। তার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন:  CBI Summoned Anubrata Mondal: ‘রক্ষাকবচে’ও রক্ষা নেই অনুব্রতর, আজই ডেকে পাঠাল সিবিআই