Fire in Car: বিবাদী বাগে থামতেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, একটু দেরি হলেই…

Fire in Car: পরে দমকলের দু'টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ওই গাড়ির চালক যদি সঠিক সময়ে গাড়ি থেকে না নেমে আসতেন, তাহলে বড়সড় অঘটন ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

Fire in Car: বিবাদী বাগে থামতেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, একটু দেরি হলেই...
চলন্ত গাড়িতে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 5:13 PM

কলকাতা : বিবাদী বাগে চলন্ত গাড়িতে আগুন (Fire in Car)। ভবানীপুরের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। বিবাদী বাগে এসে গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লিলুয়ার বাসিন্দা গৌরব দত্ত নামে এক ব্যক্তি শনিবার সকালে ভবানীপুরে দিকে যাচ্ছিলেন। ডালহৌসিতে গাড়ি পৌঁছালে, তিনি গাড়ি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন। বিষয়টি নজরে আসার পরই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন তিনি। গৌরব দত্ত গাড়ি থেকে নামতেই গাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দু’টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ওই গাড়ির চালক যদি সঠিক সময়ে গাড়ি থেকে না নেমে আসতেন, তাহলে বড়সড় অঘটন ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দুর্ঘটনার যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে দাউদাউ করে আগুন জ্বলছে গাড়িটিতে। শনিবার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন গৌরব দত্ত। জানা গিয়েছে, গাড়িটি চালানোর সময় হঠাৎ করেই গাড়ির ভিতরে প্রচণ্ড গরম অনুভূত হয়। সঙ্গে সঙ্গে গাড়িটিকে রাস্তার ধারে একটি জায়গায় দাঁড় করান তিনি। এরপরই বুঝতে পারেন গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওই সময় গাড়িতে একাই ছিলেন গৌরব বাবু। দেরি না করে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়িটেতে আগুন লেগে যায়। হঠাৎ কেন গাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছিল। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় একটি বুলেট মোটরসাইকেল বিকট শব্দে ফেটে  আগুন লেগে গিয়েছিল। ভয়াবহ সেই আগুন আশেপাশের সবাইকে চমকে দিয়েছিল। শুধু এই বুলেটই নয়, সাম্প্রতিককালে একটি বিশেষ সংস্থার ইলেকট্রিক স্কুটিতেই আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছিল।

আরও পড়ুন : Bagtui Massacre: বগটুইয়ে দমকল ঢুকেছিল রাত ১০.২৬ নাগাদ! তারপরও কেন এত সময় লাগল আগুন নেভাতে?

আরও পড়ুন : Jangal Mahal: ‘তৃণমূল নেতার সঙ্গে খেলবে মাওবাদী’ জঙ্গলমহলে হাই এলার্টের মধ্যেই পোস্টার ঝাড়গ্রামে