Manicktala Molestation Case: খাস কলকাতায় অটোর মধ্যে মুক ও বধির নাবালিকাকে যৌন নিগ্রহ, অভিযুক্ত পুলিশ কনস্টেবল
Allegation of Molestation against Constable: ভিযোগ, চলন্ত অটোয় মুক ও বধির এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে দেব মণ্ডল। অভিযুক্ত ব্যক্তি পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা : রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় বার বার প্রশ্ন উঠছে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কিন্তু রাত-বিরেতে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে, যে পুলিশের সাহায্য চাওয়া হয়, সেই রক্ষকই যদি হন ভক্ষক? তবে কার উপর ভরসা করবেন? এমন প্রশ্ন উঠছে কারণ, এবার নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। তাও আবার খাস কলকাতার বুকে। অভিযোগ, চলন্ত অটোয় মুক ও বধির এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে দেব মণ্ডল। অভিযুক্ত ব্যক্তি পুলিশের কনস্টেবল পদে কর্মরত। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। ঘড়িতে তখন প্রায় দুপুর সাড়ে তিনটে। নিমতা থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা তাঁর মায়ের সঙ্গে অটোয় করে ফিরছিলেন। খান্না মোড় থেকে উল্টোডাঙার দিকে আসছিলেন তাঁরা। সেই সময়ে ওই অটোতেই ছিল রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডল। অভিযোগ, সেই সময় ওই কনস্টেবল নাবালিকার গোপনাঙ্গে স্পর্শ করে। ঘটনার সঙ্গে সঙ্গে ওই নাবালিকা তার মাকে বিষয়টি জানায়। এরপর নাবালিকার মা এবং ওই অটোর চালক অটোটিকে সোজা নিয়ে চলে যান উল্টোডাঙা থানায়। সেখানে গোটা বিষয়টি জানানোর পর অভিযোগ দায়ের করার জন্য তাঁদের পাঠানো হয় মানিকতলা থানায়। অভিযুক্ত কনস্টেবল দেবু মণ্ডলকেও নিয়ে যাওয়া হয় মানিকতলা থানায়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত কনস্টেবলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছিল। বিচারক ওই পুলিশ কনস্টেবলকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার ফের ওই অভিযুক্ত কনস্টেবলকে আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, অভিযুক্ত দেবু মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং পকসো আইনের ১০ নম্বর ধারার আওতায় এফআইআর করা হয়েছে।
আরও পড়ুন : Bagtui Massacre: বগটুইয়ে দমকল ঢুকেছিল রাত ১০.২৬ নাগাদ! তারপরও কেন এত সময় লাগল আগুন নেভাতে?
আরও পড়ুন : Jangal Mahal: ‘তৃণমূল নেতার সঙ্গে খেলবে মাওবাদী’ জঙ্গলমহলে হাই এলার্টের মধ্যেই পোস্টার ঝাড়গ্রামে