Recruitment Scam: মানিকের মুখ থেকে গড়গড় করে সত্যি বের করার ‘পথ’ দেখালেন শুভেন্দু

Suvendu Adhikari: সূত্র মারফত জানা যাচ্ছে, সিবিআই জেরায় বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন মানিক। তদন্ত অসহযোগিতার এই অভিযোগ নিয়ে বুধবার দুপুরে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই শুনে বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, 'পলিগ্রাফ টেস্ট করা উচিত'।

Recruitment Scam: মানিকের মুখ থেকে গড়গড় করে সত্যি বের করার 'পথ' দেখালেন শুভেন্দু
মানিকের জেরা নিয়ে মন্তব্য শুভেন্দুরImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 4:57 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মানিক ভট্টাচার্যের মুখ থেকে সত্য বয়ান বের করতে পলিগ্রাফ টেস্ট করানো উচিত। মত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিল্লির বৈঠক শেষে বুধবারই কলকাতায় ফিরেছেন তিনি। দুপুরে বিমানবন্দর চত্বরে তাঁকে মানিকের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনই পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তার কথা বলেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে আরও গতি বাড়িয়েছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন করে আরও ২০ কোটি টাকার দুর্নীতির ‘গুপ্তধনের’ সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এদিকে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যকে জেরা করে যাচ্ছে সিবিআই।

মঙ্গলবার রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিককে একপ্রস্থ জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবারও সকাল থেকেই শুরু হয়েছে জেরাপর্ব। সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন মানিক। তদন্ত অসহযোগিতার এই অভিযোগ নিয়ে বুধবার দুপুরে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই শুনে বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, ‘পলিগ্রাফ টেস্ট করা উচিত’।

বিধায়ক মানিক ভট্টাচার্য রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভূরি ভূরি অভিযোগ উঠেছে মানিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, কোন শিক্ষকের কোথায় পোস্টিং হবে, সেই বিষয়টিও নাকি টাকার বিনিময়ে ঠিক হয়ে যেত। টাকা দিলেই পছন্দমতো জায়গায় পোস্টিং মিলে যেত বলে অভিযোগ। আর এক্ষেত্রেও মানিক ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ উঠছে। কার বাড়ির কত কাছে পোস্টিং হচ্ছে, তার উপর নির্ভর করে দাম-দর স্থির হত বলে সূত্রের খবর। আর এইসব অভিযোগের ভিত্তিতেই নতুন করে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।