Suvendu Adhikari: শহুরে নকশাল, টুকড়ে টুকড়ে গ্যাং… রাষ্ট্রবিরোধীদের অভয়ারণ্য বাংলা: শুভেন্দু
Suvendu Adhikari: এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, "মমতার সরকারের আমলে বাংলায় এমন এক ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে শহুরে নকশাল ও টুকড়ে টুকড়ে গ্যাং উৎসাহ পাচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে এদেশে ঢোকার। তারপর নথিপত্রের ব্যবস্থাও হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্য রাষ্ট্রবিরোধী কার্যকলাপের হাবে পরিণত হয়েছে।"
কলকাতা: লোকসভায় স্মোক-কাণ্ডে উঠে এসেছে বাংলা যোগের তত্ত্ব। পুলিশের হাতে ধরা পড়েছে ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। বিহারের বাসিন্দা ললিত কলকাতাতেও থাকত অনেকদিন ধরে। গতকালই, ললিতের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি দেখিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তা নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন বিজেপি নেতা অমিত মালব্যও। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এবার অমিত মালব্যর টুইট টেনে মমতার সরকার তীব্র আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, “মমতার সরকারের আমলে বাংলায় এমন এক ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে শহুরে নকশাল ও টুকড়ে টুকড়ে গ্যাং উৎসাহ পাচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে এদেশে ঢোকার। তারপর নথিপত্রের ব্যবস্থাও হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্য রাষ্ট্রবিরোধী কার্যকলাপের হাবে পরিণত হয়েছে। এমন একটি রাজ্যে পরিণত হয়েছে, যা রাষ্ট্রবিরোধী চিন্তাভাবনা পোষণকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে।”
Mamata Banerjee has successfully created an ecosystem in WB which nurtures Urban Naxals, encourages Tukde Tukde Gang, provides safe passage to illegal immigrants & intruders and facilitate their stay by helping create documentation. Unfortunately the State has become a Hub of… https://t.co/nvSgSG1p7F
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 15, 2023
উল্লেখ্য, লোকসভায় তাণ্ডবের ঘটনায় গতকাল থেকেই দফায় দফায় তৃণমূলকে বিঁধেছে বিজেপি। ললিত ঝা’কে একই ফ্রেমে তাপস রায়ের সঙ্গে দেখিয়ে এক্স হ্যান্ডেলে সুর চড়ান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ছবি দেখিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। অমিত মালব্য থেকে শুরু করে আরও অনেক বিজেপি নেতাই সুকান্তর পোস্ট করা সেই ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই। এবার তৃণমূল সরকারকে বিঁধে আরও আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী।
যদিও তাপস রায় গতকালই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুকান্তদের উদ্দেশে। বলেছেন, ললিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা সুকান্তদের প্রমাণ করতে হবে, নাহলে তিনি আদালতে মানহানির মামলা করবেন।
আজও শুভেন্দুর টুইটের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তাপস রায়। তাঁর বক্তব্য, “বিষয়টির উপর শুভেন্দুকে বলতে বলুন। এসব আবোল তাবোল বলে ঘটনার অভিমুখ ঘোরানোর চেষ্টা না করে, ঘটনাটি নিয়ে বলতে বলুন। প্রধানমন্ত্রী বলেছেন, এটা নিয়ে রাজনীতি না করার জন্য। তারপরও এটা নিয়ে যদি আবোল তাবোল বলা হয়, বালখিল্যপনা করা হয়, ফাজলামি করা হয়, তাহলে তো প্রধানমন্ত্রীর দলের লোকেরাই তো সেটা করছেন।”