BREAKING: বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সময়, বড় ঘোষণা পর্ষদের
Madhyamik Exam Timing: শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকের সময়ও বদলে দেওয়া হয়েছে এবার। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। সেই পরীক্ষার সময় এবার বদলে গেল। বৃহস্পতিবার এই ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র সময়টা এগিয়ে এসেছে। এর আগে সকাল ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হত। এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হয় পড়ুয়াদের। এবার পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।
২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৫ ফেব্রুয়ারি ইতিহাস, ৬ ফেব্রুয়ারি ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক, ৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান ও ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এ বছরই বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও। এতদিন পর্যন্ত পরীক্ষা শুরু হত দুপুর ১২টায়, শেষ হত দুপুর ৩টে ১৫ মিনিটে। তবে সেই সময়সূচিতে বদল আনা হয়েছে। নয়া ঘোষণা অনুযায়ী, ৯টা ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা।