Mamata Banerjee: ‘জাতীয় স্তরে জোটের কথা চলছে’, বাংলার বাম-কংগ্রসকে ‘ভেবে কথা বলার’ পরামর্শ মমতার
Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্বকে দেখে তাঁর 'দয়া' হয়। বাম-কংগ্রেসকে নিয়ে তাই বিশেষ কিছু বলতেও চান না তিনি। তবে স্মরণ করিয়ে দিলেন, জাতীয় রাজনীতিতে বিরোধীদের পরিকল্পনার কথা।
কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের নীল নকশা এখন থেকেই বানাতে শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চলছে। দফায় দফায় বৈঠক হচ্ছে। কখনও দিল্লিতে, কখনও পটনায়। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকছেন, তেমনই সিপিএমের সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের রাহুল গান্ধীরাও থাকছেন। এদিকে আবার বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছে বাম-কংগ্রেস। পঞ্চায়েতেও সেই ঘটনাই দেখা গিয়েছে। ঘোষিত জোট না হলেও, আঞ্চলিকভাবে বেশ কিছু জায়গায় একসঙ্গে লড়ছে বাম-কংগ্রেস। পঞ্চায়েত ভোটের গণনাপর্ব শেষে বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্বকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিতে চাইলেন, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি… এমন করলে চলবে না।
তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্বকে দেখে তাঁর ‘দয়া’ হয়। বাম-কংগ্রেসকে নিয়ে তাই বিশেষ কিছু বলতেও চান না তিনি। তবে স্মরণ করিয়ে দিলেন, জাতীয় রাজনীতিতে বিরোধীদের পরিকল্পনার কথা। বললেন, ‘জাতীয় স্তরে একটা জোটের কথা চলছে। তাদের (বাম-কংগ্রেস নেতৃত্বকে) ভেবে কথা বলা উচিত।’ একইসঙ্গে এটাও বুঝিয়ে দিলেন বাংলায় যদি তারা তৃণমূলের নামে গাল-মন্দ করে, তাহলে দিল্লির রাজনীতিতে তৃণমূল তাদের জন্য ‘পুজোর নৈবেদ্য’ সাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নয়। এই বিষয়গুলি যাতে বাংলার বাম ও কংগ্রেস নেতৃত্ব বিবেচনা করে দেখে, সেই বার্তাও দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী।
পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে যে অশান্তির অভিযোগ উঠে এসেছে, সেই নিয়েও কারও নাম না করেই আক্রমণ শানালেন মমতা। বললেন, ‘মুর্শিদাবাদের ঘটনা কে ঘটিয়েছে, আপনারা জানেন। যিনি নিজেকে বলেন দেশের নেতা, বড় হিরো। আসলে তিনি বড় জিরো। ওনার আবার এক বন্ধু আছেন। তিনি আবার চশমা পরে, বিজ্ঞর মতো বুদ্ধবাবু হওয়ার চেষ্টা করেন।’
উল্লেখ্য, বাংলার সিপিএম ও কংগ্রেস শিবিরের পক্ষ থেকে এর আগেও একাধিকবার রাজ্য রাজনীতিতে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, দিল্লিতে বিজেপি যা করছে, বাংলাতে তৃণমূলও সেই কাজই করছে। তাই তাদের লড়াই বিজেপি ও তৃণমূল উভয়েরই বিরুদ্ধে।