West Bengal Panchayet Election 2023 LIVE Updates: রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি
West Bengal Panchayet Election 2023 LIVE Updates: দিনহাটায় গুলি চলার অভিযোগ উঠলেও পুলিশ গুলির চলার বিষয়টি অস্বীকার করেছে। আহত ব্যাক্তিকে শনিবার রাতেই দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা: মনোনয়ন জমা শুরু হতেই বিগত কয়েকদিন রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে অশান্তির খবর। খড়গ্রামে মৃত্যু হয়েছে এক কংগ্রেস (Congress) কর্মীর। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার কোচবিহারের দিনহাটাতেও চলেছে গুলি। গুলিবিদ্ধ শাসকদলের এক কর্মী। অভিযোগের তীর তৃণমূলেরই কর্মীদের দিকে। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে ১ দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। ১১ জুলাই ফলপ্রকাশ। এরইমধ্যে লাগাতার অশান্তির খবরে নড়েচড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। সজাগ দৃষ্টি রাজ্যপাল সি ভি আনন্দ বোসেরও।
LIVE NEWS & UPDATES
-
রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি
ভোট-পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। মূলত, পঞ্চায়েত ভোটে সম্ভাব্য অশান্তির এলাকাগুলি আগাম চিহ্নিত করতেই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি আসছেন বাংলায়।
-
মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটার এলাকা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা
মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটার এলাকা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। প্রার্থীর সঙ্গে কেবল একজন মনোনয়ন কেন্দ্রে ঢুকতে পারবেন। এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
-
-
বিজেপিতে যোগদান ৫০টি সংখ্যালঘু পরিবারের
পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে ৫০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করলেন। যদিও এব্যাপারে বাড়তি গুরুত্ব নিতে নারাজ তৃণমূল।
-
চা-বলয়ে আদিবাসী রমণীদের নিয়ে ভোট প্রচার তৃণমূলের
চা বাগানে ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ধামসা-মাদল কাঁধে নিয়ে চা-বলয়ে আদিবাসী রমণীদের নিয়ে মিছিল করে ভোট প্রচার শুরু করল তৃণমূল।
-
অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান প্রায় ৫০০ তৃণমূল কর্মীর
অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের রানিনগর ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর ফকির থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের উপ প্রধান সহ একাধিক তৃণমূল কর্মী। প্রায় ৫০০ তৃণমূল কর্মী এদিন হাত শিবিরে যোগদান করেছেন বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের।
-
-
বীরভূমে পঞ্চায়েত ভোটে বাম – কংগ্রেস জোটের আসন সমঝোতা চূড়ান্ত
বীরভূমে পঞ্চায়েত ভোটে বাম – কংগ্রেস জোটের আসন সমঝোতা চূড়ান্ত হল। বীরভূম জেলা পরিষদের ৫২ টি আসনের মধ্যে ৪২ টি আসনের সমঝোতা ইতিমধ্যেই শেষ। বামেরা ৩৫টি আসনে এবং ৭টি আসনে কংগ্রেস লড়বে। বাকি ১০ টি আসন আগামিকালের মধ্যেই চূড়ান্ত হবে।
-
টিকিট পাওয়া নিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ভাঙড়ে
টিকিট পাওয়া নিয়ে বিক্ষোভ। তৃণমূল নেতার ছবি আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদেরই। দলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল তৃণমূল নেতা কর্মীরা। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে।
-
ভাঙড়ে সরকারি কর্মীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের
সূত্রের খবর, শনিবার ভাঙড় ২ ব্লকে আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় বিদ্যুৎ ঘোষ নামে এক সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে। যা নিয়ে জোর শোরগোল গোটা জেলাজুড়ে।
-
রাজারহাট ব্লকের পাঁচটি পঞ্চায়েতের ভোটার সংখ্যা বাড়ল
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজারহাট ব্লকের পাঁচটি পঞ্চায়েতের ভোটার সংখ্যা বেড়েছে বলে জানা যাচ্ছে। পুরুষ-মহিলা ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে এবারে রাজারহাট পাঁচটি পঞ্চায়েতের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৭৪৪। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৫,০৫২ টি। মহিলা ভোটারের সংখ্য়া ৮১,৬৮৭। তৃতীয় লিঙ্গে ৫ জন।
-
বাঁকুড়ায় রুটমার্চ পুলিশের
মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে মাঠে নামল মেজিয়া থানার পুলিশ। মেজিয়া থানার অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার লালবাজার, মোহনা, ভুলুই, যুগীবাগ ও কালিকাপুর সহ বিভিন্ন গ্রামে রুটমার্চ করছে পুলিশ।
-
ডোমকলে গ্রেফতার ১৭
ডোমকলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্ৰেফতার ১৭। এদিন ধৃতদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে।
-
প্রার্থী তালিকা প্রকাশ করছে বামেরা
পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে আসরে নেমে পড়েছে বামফ্রন্ট। এরইমধ্যে দক্ষিণ পরগনা জেলা সিপিআইএমের জেলা সম্পাদক শমিক লাহিড়ী বারুইপুরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন। পঞ্চায়েত ভোটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের ৫২ টি আসনে প্রথম পর্যায়ে বামফ্রন্ট প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন।
-
গুলি চলেনি দিনহাটায়, বলছে পুলিশ
দিনহাটায় গুলি চলার অভিযোগ উঠলেও পুলিশ গুলির চলার বিষয়টি অস্বীকার করেছে। আহত ব্যাক্তিকে শনিবার রাতেই দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অবশ্য এই বিষয়টিকে দুই ব্যক্তির নিজেদের ঝামেলা বলে জানিয়েছেন।
Published On - Jun 11,2023 9:39 AM