Partha Chatterjee: প্রচণ্ড গরমের কারণে হল না গ্রুপ সি মামলার শুনানি, অসুস্থ হয়ে পড়লেন পার্থও

Partha Chatterjee: অতিরিক্ত গরমের কারণে আলিপুর সিবিআই আদালতে (Alipore Court) এদিন হলই না গ্রুপ সি মামলার শুনানি। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী সেলিম রহমান জানাচ্ছেন, এই প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ বোধ করছেন পার্থও।

Partha Chatterjee: প্রচণ্ড গরমের কারণে হল না গ্রুপ সি মামলার শুনানি, অসুস্থ হয়ে পড়লেন পার্থও
পার্থ চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 4:47 PM

কলকাতা: প্রচণ্ড গরম। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার মাঝ দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর এই মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা আদালতেও। অতিরিক্ত গরমের কারণে আলিপুর সিবিআই আদালতে (Alipore Court) এদিন হলই না গ্রুপ সি মামলার শুনানি। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী সেলিম রহমান জানাচ্ছেন, এই প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ বোধ করছেন পার্থও। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ এপ্রিল ধার্য্য করা হয়েছে। পার্থবাবুর আইনজীবী বলছেন, এদিন আদালতে একই সংক্রান্ত প্রচুর মামলা ছিল। আজ এই গরমের মধ্যে ওই সব মামলার শুনানি চলতে চলতে নাজেহাল অবস্থা। সেই কারণে এই মামলাটি অন্যদিন শোনার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন স্থির করেছেন।

আইনজীবী আরও জানাচ্ছেন, ‘দুপুর ১২টা থেকে বিকেল ৪টে-৫টা পর্যন্ত এইভাবে গরমের মধ্যে একটি ছোট্ট ঘরে এতগুলি মামলা, এতজন আইনজীবী, এতজন অভিযুক্ত নিয়ে সামাল দেওয়া খুবই কঠিন কাজ।’ আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ও অসুস্থবোধ করছেন কি না। জবাবে তিনি জানান, ‘ সকলেই অসুস্থ বোধ করছেন। ওনারও বয়স হয়েছে। একটু অসুস্থবোধ তো ওনারও লাগছে।’ উল্লেখ্য, এখনও বৈশাখ মাস শুরু হয়নি। চৈত্রের শেষেই গরমের দাপট দেখা যাচ্ছে রাজ্যে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা। কলকাতার তাপমাত্রাও এদিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

এমন এক তীব্র দাবদাহের মধ্য়েই বৃহস্পতিবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় সহ অন্যান্য অভিযুক্তদের। কিন্তু তীব্র গরমের কারণে গ্রুপ সি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে ওই মামলাটি আজকের পরিবর্তে ২৪ এপ্রিল শুনানির দিন স্থির করা হয়েছে।