Partha Chatterjee: ‘ওঁর বয়স হয়েছে, তাই আমি কিছু বলিনি’, পার্থর প্রসঙ্গে কেন এমন বললেন বিচারক?
Recruitment Scam: যে কোনও শর্তে যাতে পার্থকে জামিন দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জিও জানান তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী। বলেন, 'যা মেডিক্যাল কন্ডিশন, ইনি আর কতদিন হেফাজতে থাকবেন?'
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) মঙ্গলবার ফের পেশ করা হয়েছিল আলিপুরে বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court, Alipore)। সেখানে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী ফের একবার তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান। আদালতে পার্থর আইনজীবী তাঁর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জানান, ‘ওঁর পায়ের যা অবস্থা উনি একা চলতে পারছেন না। ওঁর চলাফেরার জন্য সাপোর্ট দরকার হচ্ছে।’ যে কোনও শর্তে যাতে পার্থকে জামিন দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জিও জানান আইনজীবী বিপ্লব গোস্বামী। বলেন, ‘আমার মক্কেলের যা মেডিক্যাল কন্ডিশন, উনি আর কতদিন হেফাজতে থাকবেন?’
এদিকে বিচারক এদিন পার্থ চট্টোপাধ্য়ায়ের আগের দিনের একটি মন্তব্যের কথা উল্লেখ করেন। পার্থর আইনজীবীকে বিচারকের প্রশ্ন, ‘আপনার মক্কেল আগের দিন কী বলেছেন? আমি এখান থেকে বিচার পাব না!’ শুনে পার্থর আইনজীবী জানান, তাঁর মক্কেল ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেননি। বললেন, ‘হুজুর, তাঁর এমন কোনও অভিপ্রায় নেই। মানসিক পরিস্থিতি থেকে উনি বলেছেন।’ বিচারক সে কথা শুনে বলেন, ‘আমি এ ধরনের জিনিস আগে শুনিনি। ওঁর বয়স হয়েছে। তাই আমি কিছু বলিনি। কিছু মনে করিনি। দয়া করে মিডিয়া ট্রায়াল করবেন না।’
উল্লেখ্য, আজও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। পার্থ-সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মোট সাত জনের আগামী ২৭ জুন পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিকে এদিন আদালত চত্বর থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল বিচারক কি তাঁর কথায় অসন্তুষ্ট হয়েছেন? জবাবে তিনি বলেন, ‘আদালতকে কোনওদিন অবমাননা করিনি, করব না।’ উল্লেখ্য, এর আগেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন পার্থর আইনজীবী। তবে কোনওবারই জামিনের আর্জি ধোপে টেকেনি। আজও নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থর জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত।