Sealdah Metro: ‘মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনে যাওয়ার জন্য লালায়িত নন’, শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Sealdah: শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে জুড়ে গেলে তথ্যপ্রযুক্তি তালুকে কাজ করা হাজার হাজার মানুষের সুবিধা হবে।

Sealdah Metro: 'মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনে যাওয়ার জন্য লালায়িত নন', শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে শুরু রাজনৈতিক তরজা
শিয়ালদহ মেট্রো স্টেশন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 5:59 PM

কলকাতা: বহু টানাপোড়েনের পর পথ চলা শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রোর। আগামী ১১ জুলাই এই মেট্রোপথের উদ্বোধন হবে। সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উদ্বোধনের কথা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যেদিন শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হবে, সেদিন শহরেই থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে থাকার কথা তাঁর। তৃণমূলের দাবি, এই ধরনের ঘটনা কেন্দ্রের সৌজন্যবোধের অভাবকে প্রকট করে। শিয়ালদহ মেট্রোর অপেক্ষা অনেকদিন ধরেই করছিলেন সাধারণ মানুষ। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে জুড়ে গেলে তথ্যপ্রযুক্তি তালুকে কাজ করা হাজার হাজার মানুষের সুবিধা হবে। সেক্টর ফাইভ থেকে এখন ফুলবাগান পর্যন্ত মেট্রো চলে। এবার সেটা পৌঁছে যাচ্ছে শহরের প্রাণকেন্দ্র শিয়ালদহে। ১১ জুলাই উদ্বোধন। ১৪ জুলাই থেকে সাধারণ মানুষ চড়তে পারবেন সেই মেট্রোয়। উদ্বোধন করবেন স্মৃতি ইরানি।

এখান থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু। কেন শুধু কেন্দ্রীয় মন্ত্রী? প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সৌজন্যবোধটা খুব গুরুত্বপূর্ণ। বাহানা করে করে কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, দুম করে এসে তারা উদ্বোধন করে দেবেন। মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনের যাওয়ার জন্য লালায়িত নন। কিন্তু বাংলার মানুষ জানেন, আমরাও পরিবহণ দফতর থেকে এই সমস্ত মেট্রো রেলগুলো যাতে সফলভাবে চলে তার জন্য ট্রান্সপোর্ট প্ল্যানিং তৈরি করেছি। শুধু মেট্রো চালালে লোক আসবে না।”

ইস্ট ওয়েস্ট মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই শিয়ালদহ অবধি পরিষেবা। শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হলে একটা বড় অংশের মানুষ, যাঁরা শিয়ালদহ উত্তর কিংবা শিয়ালদহ দক্ষিণে যাতায়াত করেন, তাঁরা সরাসরি নিউটাউন, সল্টলেক, সেক্টর ফাইভ যাতায়াত করতে পারতেন। শিয়ালদহকে মাঝখানে রেখে একদিকে থাকবে এসপ্লানেড মেট্রো স্টেশন, অন্যদিকে ফুলবাগান।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৩ কিলোমিটার অংশে পরিষেবা সম্প্রসারণের বিষয়ে অনুমতি চায় মেট্রো কর্তৃপক্ষ। রেলওয়ে সেফটি কমিশনারের কাছে পরিদর্শনের আর্জিও জানানো হয় চিঠি দিয়ে।  সূত্রের খবর, এরপর মার্চ মাসের ১৬ এবং ১৭ তারিখে প্রস্তুতি খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যেই কিছু শর্ত সাপেক্ষে পরিষেবা শুরু করার অনুমতিও দেন তিনি। নববর্ষে মেট্রো চালু নিয়ে জোরাল গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তা হয়নি। তবে পুজোর আগে শিয়ালদহের মেট্রো চালু হলে নিঃসন্দেহে তা বড় প্রাপ্তি।

এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “রেলের ওভারব্রিজ উদ্বোধন কে করেছিলেন? তখন এসব শুনিনি। কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব কে তৈরি করেছেন? রেল তার সূচী মেনে উদ্বোধন করছে। কাকে আমন্ত্রণ করবে কী করবে না, তাদের ব্যাপার। বিজেপি কী বলবে এ নিয়ে।”