Partha Chatterjee: লক্ষ্মীবারে পার্থর পাতে পড়ল নিরামিষ, ভাত ডালের সঙ্গে দু’রকম সবজি, সময় কাটছে বই পড়ে
SSC Scam: বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যাহ্ন ভোজে মেনু ছিল ভাত, ডাল, দু' রকম তরকারি। রাতে রুটি, সবজি আর সামান্য ডাল।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যাহ্ন ভোজে মেনু ছিল ভাত, ডাল, দু’ রকম তরকারি। রাতে রুটি, সবজি আর সামান্য ডাল। সংশোধনাগার সূত্রে খবর, যা খাবার দেওয়া হয়েছিল, সবটাই খেয়েছেন তিনি। শাসকদলের প্রাক্তন মহাসচিবের শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল বলেই সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।
তবে কোমর আর পায়ের ব্যথার খুব বেশি হেরফের হয়নি। যেহেতু তাঁর ওজনও অনেকটা বেশি, সে কারণে পা ফোলার একটা সমস্যা বহুদিনের। জেল সূত্রে খবর, এদিন রক্ষী-সহযোগে সেলের বাইরে পায়চারি করেছেন পার্থ। বিশ্রামের বাইরে বাকি সময় সঙ্গে থাকা বইয়ে মুখ গুঁজেছেন। মহাশ্বেতা দেবীর অমনিবাসও পড়ছেন তিনি। সঙ্গে আছে কথামৃতও।
এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। সংশোধনাগার সূত্রে খবর, জেলের আবাসিক জীবনের সঙ্গে এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী। শুক্রবার ফের আমিষ খাবার পড়বে পাতে। এর আগে মহরম উপলক্ষে সংশোধনাগারের মেনুতে কিছুটা বদল এসেছিল। মেনুতে ছিল খাসির মাংস। সংশোধনাগার সূত্রে খবর, বড় বড় চার পিস মাটন খেয়েছেন পার্থ। সঙ্গে ভাত, ডাল, তরকারি তো ছিলই। তবে এখনও অর্পিতা মুখোপাধ্যায় জেল জীবনের সঙ্গে মানিয়ে উঠতে পারেননি বলেই আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রে খবর। অন্য আবাসিকদের সঙ্গে থাকতে অস্বস্তি হচ্ছে তাঁর। জেলের খাবার নিয়েও তাঁর হাজার সমস্যা।