BJP Protest: হাজরায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, আটক সুকান্ত

BJP: সুকান্ত মজুমদার এদিন হাজরায় পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরা হয় বলে অভিযোগ।

BJP Protest: হাজরায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, আটক সুকান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 9:51 PM

কলকাতা: হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শনিবার পথে নামে বিজেপি। এই কর্মসূচিতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁকে আটক করা হয় বলে অভিযোগ। এদিন হাজরায় একটি গাড়ি থেকে পোস্টার বের করে সরব হন সুকান্ত। সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় স্লোগান লেখা ছিল বলে দাবি বিজেপির। আর সে কারণেই পুলিশ সেই পোস্টার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। ফের গাড়ি থেকে একটি পোস্টার বের করে সুকান্ত বিক্ষোভ দেখাতে গেলে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। এরমধ্যেই পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে ভ্যানে তোলে বলে অভিযোগ।

শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়কে সামনে রেখে এদিন বিজেপি একটি প্রতীকী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হাজরা মোড় ও সংলগ্ন এলাকায় পোস্টারিংয়ের কর্মসূচি ছিল তাদের। সুকান্ত মজুমদার এদিন হাজরায় পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরা হয় বলে অভিযোগ। কার্যত সোজা রাস্তা না ধরে এদিন ঘুরপথে আশুতোষ কলেজের পাশের রাস্তা দিয়ে এসে পৌঁছয় বিজেপির রাজ্যসভাপতির গাড়ি। হাজরার মুখে ওঠে তাঁর গাড়ি।

গাড়ি থেকেই একটি পোস্টার বের করেন। তার মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি আঁকা ছিল, সঙ্গে মুখ্যমন্ত্রী-বিরোধী স্লোগান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তিনি। গাড়ির দরজা খুলে উঠে দাঁড়িয়ে পোস্টার দেখাতে থাকেন সুকান্ত। পুলিশ তখনই তা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এরপর আরও একটি পোস্টার বের করতেই পুলিশ তাঁকে টেনে নিয়ে যায়। এমনও অভিযোগ, এদিন মিছিলে প্রথম থেকেই পুলিশ বিজেপি কর্মীদের ছত্রখান করার চেষ্টা করে। সুকান্ত মজুমদারের বক্তব্য, “এভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।”