PIL: জনস্বার্থ মামলা নিয়ে রীতিমতো চক্র চলে, রাঁচির আইনজীবী গ্রেফতার প্রসঙ্গে বললেন সুখেন্দুশেখর
Jharkhand: গত ১ অগস্ট। ৫০ লক্ষ টাকা প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় রাজীব কুমার নামে এক আইনজীবীকে।
সোমবার সুখেন্দুশেখর রায় বলেন, “ভয়ঙ্কর ঘটনা। জানি আমরা। পাশের একটা রাজ্যে এটা ঘটেছে। কয়েকশো জনস্বার্থ মামলা করেছে। তাকে তো পদ্মশ্রী বা পদ্মবিভূষণ দেওয়া উচিৎ ছিল। দেখা যাচ্ছে সে একটা করে জনস্বার্থ মামলা করে, আর যাদের বিরুদ্ধে মামলা করে তাদের চাপ দিয়ে টাকা নেয়। বলে টাকা দিলে মামলা প্রত্যাহার করবে, না হলে কোর্টের আদেশ নিয়ে আসবে। এটা একটা চক্র। এটা শুধু প্রতিবেশী রাজ্যে চলছে না, অনেক রাজ্যেই ঘটছে। আমাদের রাজ্যেও হয়ত ঘটছে। এটা দেখা উচিৎ। এই পর্দাগুলো ফাঁস হওয়া উচিৎ।”
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত ১ অগস্ট। ৫০ লক্ষ টাকা প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় রাজীব কুমার নামে এক আইনজীবীকে। রাজীবের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ১০ কোটি টাকা আদায়ের। কীভাবে এই টাকা আদায়? কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার। পরে সেই মামলা তুলে নেওয়ার ‘টোপ’ দিয়েই ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের ওই ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতেই রাজীব কুমারকে গ্রেফতার করে পুলিশ। জনস্বার্থ মামলা নিয়ে সুখেন্দুশেখর রায়ের এদিনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।