Mukul Roy: কথায় কথায় কেন খেই হারিয়ে ফেলেন রায়সাহেব? কতটা অসুস্থ মুকুল, জানাল ছেলে
Mukul Roy Health: জানেন কি, ঠিক কী কী শারীরিক সমস্যা রয়েছে একদা বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়ের? মুকুলের হঠাৎ দিল্লি চলে যাওয়া নিয়ে এদিন সকালে এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। সেখানেই গোটা বিষয়টি খোলসা করলেন মুকুলপুত্র।
কলকাতা: গতরাতে হঠাৎ করেই বিমানে চেপে দিল্লি চলে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। সক্রিয় রাজনীতির আঙিনা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে ছেলেকে না জানিয়েই দিল্লি চলে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছিল। দিল্লি বিমানবন্দর চত্বরে যখন তাঁকে প্রশ্ন করা হচ্ছিল, কেন তিনি হঠাৎ দিল্লিতে এসেছেন। ভিডিয়োয় মুকুলবাবুকে বলতে শোনা যাচ্ছে, তিনি নাকি দিল্লির বিধায়ক-সাংসদ। অতীতেও বিভিন্ন সময়ে অসংলগ্ন বিভিন্ন কথাবার্তা শোনা গিয়েছে মুকুল রায়ের গলায়। মুকুল-পুত্র শুভ্রাংশু অবশ্য অতীতেও বার বার জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অসুস্থতার কারণেই এমন অসংলগ্ন কথাবার্তা। কিন্তু জানেন কি, ঠিক কী কী শারীরিক সমস্যা রয়েছে একদা বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়ের?
মুকুল রায়ের হঠাৎ দিল্লি চলে যাওয়া প্রসঙ্গে মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে বসেছিলেন তাঁ ছেলে শুভ্রাংশু। মুকুলবাবুর অসুস্থতার মধ্যেও তাঁকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। সঙ্গে কী কী শারীরিক অসুস্থতা রয়েছে মুকুলের, তারও একটি বিস্তারিত বিবরণ দিলেন শুভ্রাংশু। জানালেন মুকুল রায়ের স্পাইন অ্যান্ড ব্রেন সার্জারি হয়েছে। পারকিনসন ডিজ়িজ ও ডিমেনশিয়াও রয়েছে তাঁর। ভুগছেন সিরোসিস অব লিভারেও। এছাড়া হাই প্রেশার আর সুগার তো আছেই। ইনসুলিন নিতে হয় মুকুল রায়কে। ওষুধও রয়েছে একগাদা। শুভ্রাংশু জানালেন, তাঁর বাবাকে দিনে ১৮টি ওষুধ নিতে হয়।
কিন্তু বাবা হঠাৎ করে দিল্লি চলে যাওয়ায় বেশ চিন্তায় রয়েছেন শুভ্রাংশু। দিল্লিযাত্রার পর থেকে এখনও পর্যন্ত শুভ্রাংশু যোগাযোগ করতে পারেননি মুকুলের সঙ্গে। বাবা ইনসুলিন নিয়েছেন কি না, সময় মতো ওষুধ খাচ্ছেন কি না… সে সব নিয়েই চিন্তায় রয়েছে তিনি। ‘অসুস্থ’ বাবাকে নিয়ে রাজনীতির অভিযোগ তুলে শুভ্রাংশু বললেন, ‘বাবার যদি আজ কিছু হয়ে যায়, তার দায়ভার কে নেবে?’ পাশাপাশি আরও বললেন, ‘ এই অবস্থায় তাঁকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তা নিন্দনীয়। একজন সুস্থ মানুষ স্বেচ্ছায় যেখানে খুশি যেতে পারেন। কিন্তু তিনি তো সুস্থ নন। তিনি তো অসুস্থ। তিনি তো রাজনীতিও করতে পারবেন না।’