Weather Update: জানুয়ারিতে আর নতুন করে ঠান্ডা পড়বে না? কী বলছে হাওয়া অফিস?
Weather Update: বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোনও জেলাতেই।
কলকাতা: জানুয়ারির শুরু থেকেই নতুন করে পারাপতনের বদলে যেন ক্রমশ চড়েছে তাপমাত্রা। কলকাতা থেকে জেলা, হু হু করে বেড়েছে তাপমাত্রা। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, প্রাত্যহিক তাপমাত্রা রোজই থেকেই স্বাভাবিকের উপরে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী আরও ২-৩ দিন একই ছবি দেখা যাবে বাংলায়। তবে জানুয়ারির ১০ তারিখের পর থেকে অবস্থার কিছুটা বদল হতে পারে পরিস্থিতির। নামতে পারে তাপমাত্রা।
এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশের আশপাশে। এদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে সব জেলাতেই। এই ছবিও আগামী কয়েকদিন দেখা যাবে বলে জানা যাচ্ছে। এমনকী উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে অতি ঘন কুয়াশার জন্য সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।
বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোনও জেলাতেই। মৌসব ভবন বলছে, পূবালির হাওয়ার হাত ধরেই বাংলায় জলীয় বাষ্প ঢুকছে। যে কারণেই কুয়াশার এই ঘনঘটা। তবে বৃষ্টি না হলেও কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। রবিবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার বৃষ্টির পূর্বাভাস ছিল পশ্চিমের জেলাগুলিতে।