আমফানে যে কয়েক হাজার গাছ পড়েছিল, গেলো কোথায়? ইয়াস পরবর্তী পুনর্গঠনের তদারকিতে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

ইয়াস (Cyclone Yaas) পরবর্তী পুনর্গঠনে এবার প্রত্যক্ষ তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্বচ্ছতার পাশাপাশি দক্ষতার ওপর জোর দিচ্ছেন তিনি। আমফানের (Amphan) পর সরকারি কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

আমফানে যে কয়েক হাজার গাছ পড়েছিল, গেলো কোথায়? ইয়াস পরবর্তী পুনর্গঠনের তদারকিতে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 03, 2021 | 9:04 AM

কলকাতা: ইয়াস (Cyclone Yaas) পরবর্তী পুনর্গঠনে এবার প্রত্যক্ষ তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্বচ্ছতার পাশাপাশি দক্ষতার ওপর জোর দিচ্ছেন তিনি। আমফানের (Amphan) পর সরকারি কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। গত বছর ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া গাছ কোথায় গেলো? তার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সরকারের একাধিক দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আয়লা, আমফানের পর ইয়াস- এবারও কাঁচা বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। কেন বারবার ভাঙছে বাঁধ? এই প্রশ্ন ফের তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে কোন পথে সমাধান করা সম্ভব, তা খোঁজার চেষ্টা করছেন নিজেই। তিনিই বলছেন, আমফানে যে হাজার হাজার গাছ পড়েছিল, তা বাঁধে লাগালে বিপদ এড়ানো যেত। কিন্তু সেই হাজার হাজার গাছ গেলো কোথায়? প্রশ্ন তুলেছেন তিনি। তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছেন তিনি।

সেচ ও বনদফতরের কাজে যে তিনি খুশি নন, তা মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন। এবারও বললেন। রাজনৈতিক মহলের মতে, মমতার নিশানায় দলত্যাগী এক মন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের ক্ষতি দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই প্রাক্তন মন্ত্রীকে নিশানা করেছেন।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজে টসিলিজুমাব কেলেঙ্কারি কাণ্ডে মুখ্যমন্ত্রী চিঠি, উঠল তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি

নবান্নের বৈঠকে সচিবদের পাশাপাশি ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই বাঁধের পুনর্গঠন নিয়ে মতামত চান মুখ্যমন্ত্রী। কয়েকটি জেলার বাঁধ ফের তৈরি করতে সময় লাগবে। তার মধ্যে এ মাসে ফের ভরা কোটাল। দ্রুত কাজ এগনোর নির্দেশ দেন মমতা। ইয়াস পরবর্তী পুনর্গঠনে একের পর এক দফতরকে যুক্ত করছেন মুখ্যমন্ত্রী। সব কাজে নিজেই রাখছেন কড়া নজর।