Roddur Roy: গবেষক থেকে ডিজে! জেনে নিন বিতর্কিত ‘রোদ্দুরবেশী’ অনির্বাণের এক অন্য পরিচয়
Roddur Roy: রোদ্দুর মানেই বিতর্ক? রোদ্দুর মানেই শালীনতায় ইতি?
কলকাতা: রোদ্দুর মানেই বিতর্ক? রোদ্দুর মানেই শালীনতায় ইতি? রাজ্যের বিতর্কিত ইউটিউবারকে নিয়ে দফায় দফায় মামলা দায়ের হতেই এই প্রশ্নই বিগত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে অবশেষে গ্রেফতার হলেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। তবে, গ্রেফতারি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু, কে এই রোদ্দুর রায়। হালে ‘পরিচিত’ পেলেও দীর্ঘদিন থেকে নানা শিল্প কর্মের সঙ্গে যুক্ত ছিলেন অনির্বান রায়। নিশ্চয় ভাবছেন কে এই অনির্বাণ। বিতর্কিত রোদ্দুরেরই আসল নাম অনির্বাণ। তবে অনির্বাণকে অতীত করেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসা রোদ্দুরের।
কলকাতায় জন্ম হলেও পড়াশোনার সূত্রে দীর্ঘদিন থেকেছেন পূর্ব মেদিনীপুরে। ওই জেলার রামনগর কলেজ থেকে স্নাতক পাশ করেন। তারপর শুরু কর্মজীবন। ডিজে হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। কাজ করেছেন নয়ডার আইটি সেক্টরেও। তবে শুরু থেকেই গানবাজনার প্রতি সখ থাকলেও সমানতালে করেছেন লেখালিখি, আঁকাআঁকি। বাজাতেন গিটারও। তবে এই রোদ্দুরেই আবার পছন্দের কবি জীবনানন্দ দাশ। লিখেছেন বইও। এই বিতর্কিত ইউটিউবারের লেখা ‘মোক্সা রেনেসাঁ’ নিয়ে রীতিমতো উন্মাদনা রয়েছে তাঁর ‘ভক্তদের’ মধ্যে। লিখেছেন মনোবিজ্ঞানের উপরে বিশেষ বই: ‘অ্যান্ড স্টেলা টার্নস এ মম’। একইসঙ্গে ‘এ কালেকশন অব ডিজিটাল পেইনটিংস’ নামে রয়েছে তাঁর একটি আঁকার সংকলন। ‘ইতি ইত্যাদি অন্তর্ধান’ নামে ম্য়াগাজিনও বেরিয়েছে এই রোদ্দুরের হাত ধরেই। কাজ করেছেন গবেষক হিসাবেও। তাঁর গবেষণার বিষয় বস্তু চেতনা বিজ্ঞান। অনেকেই বলেন, ভিডিয়োতে যে ধরনের ভাষা তিনি ব্যবহার করেন তা নাকি তাঁর গবেষণা, গানবাজানরাই অঙ্গ। যদিও তা নিয়ে হাজারও বিতর্ক রয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় পাকাপাকি ভাবে পদার্পন ২০১২ সালে। তখনও পাকাপাকি ভাবে রোদ ওঠেনি রোদ্দুরের জীবনে। তারপর কেটে গিয়েছে ১০ বছরের কাছাকাছি সময়। এদিকে এই ইউটিউব চ্যানেলের হাত ধরেই নানা বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর বেশি অনির্বাণ। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে গেয়ে তার সঙ্গে অশ্লীল শব্দ যোগ করে চর্চায় আসেন তিনি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে জন্ম দেন নতুন বিতর্কের। তবে সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত রোদ্দুরের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। এমনকী আর্থ-সামাজিক-রাজনৈতিক যে কোনও বিষয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্যের রয়েছে অগণিত শ্রোতা। তবে যে অশালীন ভাষার ব্যবহা করে তিনি বক্তব্য করেন তা নিয়ে ক্ষোভ রয়েছে অনেকেরই। তবে, তাই বলে গ্রেফতারি? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হয়েছে রোদ্দুর ভক্তের দল। শিল্পীর বাক হস্তক্ষেপের অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এপিডিআরও।