‘রাজ্যপালকে কেন কালো পতাকাই দেখানো হয়?’ মজার ছলে বিতর্কিত মন্তব্য মদনের

রাজ্যপাল ধনখড় ও রাজ্যের সঙ্ঘাত নতুন নয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আকছার তাঁর বাদানুবাদ লক্ষ্য করা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

'রাজ্যপালকে কেন কালো পতাকাই দেখানো হয়?' মজার ছলে বিতর্কিত মন্তব্য মদনের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 9:32 PM

কলকাতা: সেন্স অফ হিউমারের জন্যই বরাবরই চর্চায় থাকেন মদন মিত্র (Madan Mitra)। বিভিন্ন বিষয়ে তাঁর সরস মন্তব্য খবরের শিরোনামে থাকে। তবে সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন এই প্রাক্তন মন্ত্রী। ঠিক কী বলেছেন তিনি?

সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের রাজ্য সরকারকে তীব্র নিশানা করেছেন রাজ্যপাল ধনখড়। রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যু থকে শুরু করে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতার সরকারকে বিঁধেছেন তিনি। তার পর এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কনভয় যাওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আর এ নিয়ে রাজ্যপালকে তীব্র কটাক্ষ করলেন মদন।

সংবাদমাধ্যম এএনআই-কে মদন বলেন,”উনি যেখানেই যান, সবসময় সেখানে কেন কালো পতাকা দেখানো হয়? ধনখড় যেখানেই যান, আমি বুঝি না লাল, হলুদ, সোনালি পতাকা কেন দেখানো হয় না।”

এখানে না থেমে মদন যোগ করেন, “আমি ছোটবেলায় শুনতাম, কালো কুকুর বেশি চিৎকার করে। ওঁনার কি কালো রং প্রিয়? আমি সকলকে অনুরোধ করব মাঝে মাঝে লাল, হলুদ পতাকাও দেখানো হোক। এই দৃশ্য দেখলেই বারবার ছোটবেলার ওই প্রবাদটা মনে পড়ে…”

মদন বলেন, “যেভাবে উনি দৌড়োন, যদি এটা সিনেমার দৃশ্য দেখানো হয়, সেখানে একটা কালো কুকুর ডাকছে দেখানো হবে। উনি রাজ্যপাল, এটা দুর্ভাগ্যজনক। আমি সবার কাছে আবেদন করব, একবার সোনালি দেখান, লাল দেখান, সবসময় কুকুরের মতো কালোই কেন দেখান। এতে সবসময় আমাদের মনে হয় কালো কুকুর ডাকছে।”

আরও পড়ুন: ‘রাজ্যপাল ও কেন্দ্রের সঙ্গে কেন এত বিরোধ?’ মমতাকে নিশানা ধনখড়ের

রাজ্যপাল ধনখড় ও রাজ্যের সঙ্ঘাত নতুন নয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আকছার তাঁর বাদানুবাদ লক্ষ্য করা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।