Weather Update : জাঁকিয়ে ঠান্ডার বদলে বাড়ছে তাপমাত্রা, নেপথ্যে কী কারণ? কী বলছে হাওয়া অফিস…

Weather Update : আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Weather Update : জাঁকিয়ে ঠান্ডার বদলে বাড়ছে তাপমাত্রা, নেপথ্যে কী কারণ? কী বলছে হাওয়া অফিস...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 6:54 PM

কলকাতা: অক্টোবরের শেষ থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছিল পারা। ভালই টের পাওয়া যাচ্ছিল শীতের (Winter) কামড়। আলমারি থেকে বেরিয়ে পড়েছিল শীতবস্ত্র। স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছিল তাপমাত্রার পারা। নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেই রেশ ছিল। তারপর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পরিস্থিতি। ফের ঊর্ধমুখী গ্রাফ। ডিসেম্বরের শুরুতেও সেই অবস্থা বর্তমান। উধাও হয়েছে উত্তর-পশ্চিম হওয়া। যে কারণেই তাপমাত্র ফের খানিকটাবাড়ছে বলে জানাচ্ছে আবহওয়া দফতর। আগামী ৫ দিন কলকাতা সহ বঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে। 

আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী ২ দিন পর থেকে ধীরে ধীরে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে। তাতে ফের ফিরবে শীতের কামড়। ডিসেম্বরের ৫ তারিখ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। তবে তার থেকে বেশি নামবে না পারা। এদিকে এরইমধ্যে ৫ তারিখ আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে। নিম্নচাপ কী শীতের পথে বড় বাধা হবে? 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বাংলায় এই নিম্নচাপের বিশেষ প্রভাব পড়বে না। আকাশ খানিক মেঘলা থাকতে পারে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে। আগামী দুদিন সকালের দিকে হালকা ঠান্ডা অনুভব করা হলেও বেলা বাড়তেই উধাও হবে ঠাণ্ডার রেশ। তবে পাঁচ তারিখের পর থেকে ধীরে ধীরে চওড়া হবে ঠাণ্ডার কামড়। অন্যদিকে বাংলার সেই অর্থে কোনও প্রভাব না পড়লেও নিম্নচাপের বড় প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উপকূলে।