CM Mamata Banerjee: ধর্ষককে ফাঁসি দিতে মমতার বড় পদক্ষেপ, চাপ বাড়ালেন রাজ্যপালের

CM Mamata Banerjee: এ দিন মমতা বলেন, " আমি পরের সপ্তাহে স্পীকারকে বলে অ্যাসেম্বলি কল করব। এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে 'ধর্ষকের ফাঁসি চাই', এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব।"

CM Mamata Banerjee: ধর্ষককে ফাঁসি দিতে মমতার বড় পদক্ষেপ, চাপ বাড়ালেন রাজ্যপালের
মমতা বন্দ্যোপাধ্যায় ও সি ভি আনন্দ বোসImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 4:48 PM

কলকাতা: আরজি কর-কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে আগেই সরব হয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকেই তিনি অভিযুক্তের ফাঁসির দাবিতে এসেছিলেন তিনি। আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি। রাজ্য সরকার ধর্ষণ বিরোধী বিল আনতে চলেছে সে কথা ঘোষণা করলেন।

এ দিন মমতা বলেন, “আমি পরের সপ্তাহে অধ্যক্ষকে বলে অ্যাসেম্বলি কল করব। এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসির’, এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব।” এরপর রাজ্য়পাল বোসকেও আক্রমণ করতে ভোলেননি তিনি। বলেন, “আমি জানি রাজার পাঠ। রাজাবাবু কিছু করবে না। না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘণ্টার পর ঘণ্টা। এই বিল সই করতে হবে। আর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না।” শুধু তাই নয়, কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম। আবেদন জানালাম। আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন তাতে দশ বছর-বারো বছর-ষোলো বছর-তারপর আরও একটা ধাপ। কেন? এই ন্যায় সংহিতা বানানোর কী দরকার ছিল? যাঁরা ধর্ষক তাদের একমাত্র শাস্তি ফাঁসি-ফাঁসি ফাঁসি আর কিছু না। এই একটা কাজে সব ঠান্ডা হবে।”

এ দিন, তিলোত্তমার অভিযুক্তদের এখনও কেন গ্রেফতার করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সি এই নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা জানিয়েছেন যে তিনি সাতদিন সময় চেয়েছিলেন যাতে অভিযুক্তের ফাঁসি হয়। মমতা বলেন, “আমরা সাতদিন চেয়েছিলাম যাতে ফাস্ট ট্রাক কোর্টের মধ্যে দিয়ে অভিযুক্তের ফাঁসি করে দেব। আমরা বিচারের দাবি চাইব।” এরপর সিবিআই-কে আক্রমণ শানিয়ে স্লোগান তোলেন, “ওরা বিচার চায় না। কেস জলে ফেলে দিল। সিবিআই অর্ডার পেয়েছে? আজ ষোলো দিন হল কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে। বলতে হবে, বিচার চাই-বিচার চাই-জবাব দাও সিবিআই।”  এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “দশ বছরে পুলিশ মন্ত্রী হয়ে একজনকেও ফাঁসি দিতে পারেননি। ফলে এই সমস্ত বড় কথা উনি ওঁর পরিবারকে শোনান।”