Woman Harassment In Kolkata: মহিলা ক্যাবচালককে অশালীনভাবে স্পর্শের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার উত্তর প্রদেশের বাসিন্দা
Woman Harassment In Kolkata: জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এক যাত্রী ক্যাব বুক করেন। গড়িয়াহাটের একটি হোটেলে যাবেন বলে তিনি ক্যাবে ওঠেন। মহিলা ক্যাব ড্রাইভারের অভিযোগ, গাড়ির পিছনের আসনে বসেও তিনি বারবার মহিলাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন।
কলকাতা: মহিলা নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল শহর কলকাতায়। এক মহিলা ক্যাব চালককে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। গড়িয়াহাট থানার পুলিশের হাতে গ্রেফতার উত্তর প্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এক যাত্রী ক্যাব বুক করেন। গড়িয়াহাটের একটি হোটেলে যাবেন বলে তিনি ক্যাবে ওঠেন। মহিলা ক্যাব ড্রাইভারের অভিযোগ, গাড়ির পিছনের আসনে বসেও তিনি বারবার মহিলাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, আপত্তিজনকভাবে মহিলাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত। একাধিকবার নিষেধ সত্ত্বেও ওই মহিলার কথা শোনেননি অভিযুক্ত। শেষে নির্যাতিতা ওই ব্যক্তিকে ক্যাব থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আরোহী তাঁকে আশ্বস্ত করে হোটেল পর্যন্ত পৌঁছন। তবে এখানেই শেষ নয়।
চালক মহিলার দাবি, গন্তব্যে ছেড়ে আসার পর থেকেই লাগাতার মেসেজ করেন ওই আরোহী। একের পর এক কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এরপর ওই মহিলা চালক পুরো ঘটনাটি অনলাইন ক্যাব অপারেটর গিল্ডকে জানান। গিল্ডের সদস্যরা মঙ্গলবার রাতে ওই হোটেলের সামনে গিয়ে মহিলাকে দিয়ে ফোন করে নিচে ডাকেন অভিযুক্তকে। ওই ব্যক্তি সেখানে আসতেই তাঁকে ধরে নিয়ে গড়িয়াহাট থানায় তুলে দেওয়া হয়। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতা মহিলা বলেন, “উনি বারংবার পিছনের সিটে বসে আমাকে স্পর্শ করছিলেন। আমি ওনাকে বলি স্যর আপনি নেমে যান। আমায় ভাড়া দিতে হবে না। এরপর উনি বললেন আপনি সেফলি চলুন। ওনাকে গড়িয়াহাটের একটি হোটেলে নামানোর পর থেকেই ম্যাসেজ করেন। কুপ্রস্তাব দেওয়া হয়। এরপর আমি ইউনিয়নকে জানাই। পরে পুলিশের কাছে অভিযোগ করি। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”