NDA Alliance: বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দিনই দিল্লিতে এনডিএ জোটের সভা, থাকবেন মোদী-নাড্ডা
NDA: বিহারের মহাদলিত ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেছে বিজেপি। সেই লক্ষ্যে রামবিলাস পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা, উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় সমতা পার্টি-সহ বিহারের ছোট দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নয়া দিল্লি: বিরোধী দল হোক বা শাসকদল- সকলেরই এখন পাখির চোখ লোকসভা নির্বাচন। কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একদিকে যখন বিরোধী-ঐক্য গড়তে চলেছে অবিজেপি দলগুলি, তখন পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে শিবির। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে যখন বিরোধীরা বৈঠকে বসতে চলেছে, তখন রাজধানীর (Delhi) বুকে বৈঠকে বসবে NDA শিবির। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা (J.P Nadda)।
জানা গিয়েছে, এদিন বিকাল ৫টা নাগাদ দিল্লির অশোকা হোটেলে এনডিএ শরিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসবেন বিজেপি নেতৃত্ব। মোট ৩৮টি দল এই বৈঠকে যোগ দেবে বলে সূত্রের খবর। যার মধ্যে বিরোধী-ঐক্যের অন্যতম কেন্দ্র বিহারেরই ৯ দলকে কাছে টানতে মরিয়া বিজেপি। বিহারের মহাদলিত ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেছে বিজেপি। সেই লক্ষ্যে রামবিলাস পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (LJP), জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা, উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় সমতা পার্টি-সহ বিহারের ছোট দলগুলিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, হিন্দুস্তান আওয়ামী মোর্চার জিতেন রাম মাঝি বৈঠকে থাকবেন বলে নিশ্চিত। সোমবারই চিরাগ পাসওয়ান দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করেছেন। তবে উপেন্দ্র কুশওয়া এবং বিহারের অন্যান্য দলগুলির প্রতিনিধিরা এনডিএ বৈঠকে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
আবার বিজেডি, শিরোমণি আকালি, বিজেডি আগেরবারে এনডিএ-র শরিক ছিল। এবারে তারা যোগ দেবে কিনা স্পষ্ট নয়। তবে প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার, শিবসেনার মতো বিক্ষুব্ধরা বৈঠকে থাকবেন বলে নিশ্চিত। অন্যদিকে, কুড়মি ভোট টানতে আপনা পার্টিকেও বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। আরএলডি জয়ন্ত চৌধুরীর সঙ্গেও যোগাযোগ করেছে বিজেপি। এরা এদিনের বৈঠকে থাকবে কিনা তা স্পষ্ট নয়। তবে মোট ৩৮টি দল বৈঠকে উপস্থিত থাকবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, এনডিএ জোট গড়ার পাশাপাশি আসন্ন লোকসভা ভোটের প্রচারে কোন ইস্যুগুলি তুলে ধরা হবে, কীভাবে প্রচার চালানো হবে, তার রূপরেখা নির্ধারণ করা হবে এদিনের বৈঠকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্পগুলিও ভোটের প্রচারে তুলে ধরা হবে এবং দেশবাসী কীভাবে বিভিন্ন প্রকল্পে উপকৃত হচ্ছেন, সেটা তুলে ধরতে বৈঠকে আলোচনা হবে বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে।