Ayodhya Airport: চলতি মাসেই অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, কবে থেকে চালু হচ্ছে পরিষেবা?
Ayodhya Airport innaguration: রাম মন্দিরের উদ্বোধনের আগেই চালু করে দেওয়া হবে অযোধ্যা বিমানবন্দরের পরিষেবা। চলতি মাসেই বিমানবন্দরের উদ্বোধন হবে বলে আগেই জানা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন হবে। এবার বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন ও বিমান পরিষেবা চালু করার তারিখ প্রকাশ্যে এল।
অযোধ্যা: নতুন বছরেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। আর এই মন্দির দর্শনে যে দেশের পাশাপাশি বিদেশ থেকেও পুণ্যার্থীরা যে আসবেন, সে বিষয়ে সংশয় নেই। তাই পুণ্যার্থীদের সুবিধার জন্য নতুন করে গড়ে তোলা হচ্ছে অযোধ্যা বিমানবন্দর (Ayodhya Airport)। ইতিমধ্যে বিমানবন্দরের কাজ সম্পূর্ণ। রাম মন্দিরের উদ্বোধনের আগেই চালু করে দেওয়া হবে অযোধ্যা বিমানবন্দরের পরিষেবা। চলতি মাসেই বিমানবন্দরের উদ্বোধন হবে বলে আগেই জানা গিয়েছিল। এবার বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন ও বিমান পরিষেবা চালু করার তারিখ প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন হবে। আগামী ২৫ ডিসেম্বর, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতেই অযোধ্যা বিমানবন্দরের দ্বারোদ্ঘাটনের দিন স্থির করা হয়েছে। যদিও বাণিজ্যিকভাবে উড়ান পরিষেবা চালু হবে নতুন বছরেই।
আগামী ৩০ ডিসেম্বর ইন্ডিগো-ই প্রথম অযোধ্যা বিমানবন্দরে উড়ান পরিষেবা শুরু করবে বলে বিবৃতি দিয়েছে। তবে বাণিজ্যিকভাবে উড়ান পরিষেবা আগামী ৬ ডিসেম্বর থেকে চালু হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইন্ডিগো। দিল্লি ও আহমেদাবাদ থেকে অযোধ্যায় সরাসরি উড়ান পরিষেবা চালু হবে। প্রথমে সপ্তাহে ৩ দিন উড়ান চললেও আগামী ১০ জানুয়ারি থেকে দিল্লি-অযোধ্যা নিয়মিত উড়ান পরিষেবা শুরু হবে বলে ইন্ডিগো সূত্রে খবর।
প্রসঙ্গত, অযোধ্যা বিমানবন্দরটি নতুন রূপে প্রকাশিত হতে চলেছে এবং এটি নাম হচ্ছে, শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর। ৬,২৫০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই বিমানবন্দরে ৫০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। এছাড়া রানওয়েতে একসঙ্গে চারটি বিমান পার্কিংয়ের সুবিধা রয়েছে। বিমানবন্দরটি আরও বড় করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।