Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট বার অ্যাসোসিয়েশনের

Justice Abhijit Ganguly: সোমবার মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি নির্দেশ পড়ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় আইনজীবীর ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সেই সঙ্গে আইনজীবীকে গ্রেফতার করার নির্দেশ দেন।

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট বার অ্যাসোসিয়েশনের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 1:38 PM

কলকাতা: একটি মামলায় দেওয়া নির্দেশের জেরে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল বার অ্যাসোসিয়েশন। তবে মঙ্গলবার এজলাসে বসেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানিতে আইনজীবীকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তার জেরেই বয়কটের ডাক দেয় বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের একাংশ দাবি করে এজলাসে হেনস্থা করা হয়েছে আইনজীবীকে। পরে অবশ্য ওই গ্রেফতারির নির্দেশ প্রত্যাহার করে নেন বিচারপতি। মূল মামলা প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে।

সোমবার মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি নির্দেশ পড়ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় আইনজীবীর ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সেই সঙ্গে আইনজীবীকে গ্রেফতার করার নির্দেশ দেন। বার অ্যাসোসিয়েশনের দাবি, এভাবে একজন আইনজীবীকে হেনস্থা করা হয়েছে তাই তাঁরা বিচারপতির এজলাসে যাবেন না। সর্বসম্মত ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানিয়েছেন, প্রতিবাদস্বরূপ এজলাস বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতিকে বিষয়টি জানিয়ে তাঁর হস্তক্ষেপও চেয়েছে বার অ্যাসোসিয়েশনে। তাদের দাবি, ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে ও ক্ষমা চাইতে হবে বিচারপতিকে।