Crude Oil Price: যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় কমতে পারে অপরিশোধিত তেলের দাম

Crude oil: মার্কিন সরকার ভেনেজুয়েলার উপর থেকে তেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেও কয়েকদিনের মধ্যেই তা অনুমোদন হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব হবে কি না?

Crude Oil Price: যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় কমতে পারে অপরিশোধিত তেলের দাম
পেট্রোল পাম্প। প্রতীকী ছবি।Image Credit source: pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:46 AM

নয়া দিল্লি: তেলের ভাণ্ডার হল মধ্যপ্রাচ্য। আর সেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ। ইজরায়েল ও হামাস (Israel-Hamas) বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলেও ক্রমে সেটা বিস্তার লাভ করছে। একদিকে, ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান-সহ সৌদি আরবের দেশগুলি। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের সমর্থনে দাঁড়িয়েছে। সবমিলিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আগে থেকেই অপরিশোধিত তেলে (Crude oil) ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে আসছিল আমেরিকা। এখন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে ভেনেজুয়েলার দিকে। এই দেশেও আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে। এবার এই দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। যাতে বিশ্বে অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ না হয়। পেট্রোল ও ডিজেলের দাম যাতে স্থিতিশীল রাখা যায় এবং মুদ্রাস্ফীতি না বাড়ে, সে ব্যাপারে তৎপর ওয়াশিংটন।

আমেরিকার এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ডলারের বেশি কমেছে। এর ফলে ভারতও স্বস্তি পাবে। অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের নীচে থাকলে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল থাকতে সাহায্য করবে। ফলে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে হবে না সরকার ও তেল বিপণন সংস্থাগুলিকে।

অপরিশোধিত তেলের দাম এক ডলার কমেছে সোমবার, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলারের বেশি হ্রাস পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ও ভেনেজুয়েলা শীঘ্রই ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রফতানির উপর নিষেধাজ্ঞা শিথিল করতে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে স্বল্প মেয়াদে তেল সরবরাহে কোনও বাধা নেই।

ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা তুললে কি সমাধান হবে?

মার্কিন সরকার ভেনেজুয়েলার উপর থেকে তেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেও কয়েকদিনের মধ্যেই তা অনুমোদন হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব হবে কি না? এদিকে, ভেনেজুয়েলায় তেলের উৎপাদন বাড়লেও বৈশ্বিক বাজারের চাহিদা মেটানোর মতো পরিকাঠামো নেই। অর্থনীতিবিদ উইলিয়াম জ্যাকসন জানান, মার্কিন-ভেনেজুয়েলা চুক্তি মঞ্জুর হলে দেশের তেল উৎপাদন বাড়াতে সাহায্য করবে। তাঁর মতে, ভেনেজুয়েলায় তেল উৎপাদনের জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন।

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম

ভারতে পেট্রোল ও ডিজেলের দামে এখনও কোনও পরিবর্তন হয়নি। দেশের মেট্রোপলিটন শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দামের শেষ বড় পরিবর্তন দেখা গিয়েছে গত ২১ মে। সে সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল-ডিজেলের দামের উপর কর কমিয়েছিলেন। এর পরে কিছু রাজ্য ভ্যাট কমিয়ে বা বাড়িয়ে দাম প্রভাবিত করার চেষ্টা করেছিল।

বর্তমানে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা, ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা, ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা ও ৯৪.২৭ টাকা। আর চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০২.৬৩ টাকা ও ৯৪.২৪ টাকা।