FIFA World Cup 2026: দুরন্ত ছন্দে মেসি, পেরুর বিরুদ্ধে একাই জেতালেন আর্জেন্টিনাকে!

FIFA World Cup Qualifier: টানা চার ম্যাচে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেররিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বে শীর্ষস্থান দখল করে ফেলছে আর্জেন্টিনা। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১০৬টি গোলের রেকর্ড গড়ে ফেললেন এলএম টেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে ইরানের আলি দায়ির (১০৮) দখলে। সেই রেকর্ড অনেক আগেই ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আলি দায়ির সঙ্গে ব্যবধান কমল মেসির।

FIFA World Cup 2026: দুরন্ত ছন্দে মেসি, পেরুর বিরুদ্ধে একাই জেতালেন আর্জেন্টিনাকে!
লিওনেল মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 2:38 PM

লিমা: লিওনেল মেসির (Lionel Messi) কাঁধে ভর দিয়েই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ (FIFA World Cup) এসেছে আর্জেন্টিনায়। সেই মেসি ম্য়াজিকেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে টানা চার ম্য়াচে জয়ের স্বাদ পেল আলবিসেলেস্তেরা। বাছাই পর্বের চতুর্থ ম্য়াচে পেরুর বিপক্ষে খেলতে নামেন মেসিরা। জোড়া গোল করে দলকে একাই জিতিয়ে দেন এলএম টেন। তাঁর দুরন্ত ছন্দ দেখে তৃপ্ত ফুটবল বিশ্ব। ইউরোপ ছেড়ে আমেরিকার লিগে নাম লিখিয়েছেন। কিন্তু আজও মেসি-ম্যানিয়ায় ভাঁটা পড়েনি। টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের কত নম্বরে আর্জেন্টিনা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।

বুধবার সকালে বিশ্বকাপের বাছাই পর্বে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন সাত বারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা মেসি। ম্যাচের ৩২ মিনিটেই মেসির জাদুতে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো পাসে বক্সের ডান দিক থেকে বা পায়ের শটে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রেখেছিলেন লিওনেল স্কালোনির শিষ্য়রা। ৫৭ মিনিটের মাথায় আরও একটি অনবদ্য গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। আক্রমণ পাল্টা আক্রমণ, এক কথায় এক জমাটি ম্য়াচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।

টানা চার ম্যাচে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেররিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বে শীর্ষস্থান দখল করে ফেলছে আর্জেন্টিনা। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১০৬টি গোলের রেকর্ড গড়ে ফেললেন এলএম টেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে ইরানের আলি দায়ির (১০৮) দখলে। সেই রেকর্ড অনেক আগেই ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আলি দায়ির সঙ্গে ব্যবধান কমল মেসির। অন্য দিকে চার ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র ও অন্য়টিতে হেরে তিন নম্বরে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্য়াম্পিয়ন ব্রাজিল। ২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে উরুগুয়ে।