Inflation rate: মুদ্রাস্ফীতির তালিকায় শীর্ষে আর্জেন্টিনা, ভারতের স্থান দশমে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Updated on: Mar 17, 2023 | 1:38 AM

মুদ্রাস্ফীতির তালিরায় ভারতের স্থানও রয়েছে প্রথম ১০-এ। আবার চিন রয়েছে তালিকার অনেকটাই নীচে।

Inflation rate: মুদ্রাস্ফীতির তালিকায় শীর্ষে আর্জেন্টিনা, ভারতের স্থান দশমে
প্রতীকী ছবি।

নিউ ইয়র্ক: বর্তমানে গোটা বিশ্বের একটি বড় সমস্যা হল মুদ্রাস্ফীতি (Inflation)। যার ফলে সবচেয়ে বেশি আর্থিক সংকটে সাধারণ মানুষ। যে দেশে মুদ্রাস্ফীতি যত বেশি, সেই দেশে আর্থিক সমস্যা তত প্রকট। বর্তমানে মুদ্রাস্ফীতির হারের নিরিখে দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স (World of Statistics)। যেখানে মুদ্রাস্ফীতির হারের নিরিখে বিশ্বের দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। মুদ্রাস্ফীতির হার ১০০ ছাড়িয়েছে। তার পরে রয়েছে তুরস্ক। ভারতের (India) স্থানও রয়েছে প্রথম ১০-এর তালিকায়। আবার চিন রয়েছে তালিকার অনেকটাই নীচে। কোন দেশের মুদ্রাস্ফীতির হার কত, দেখে নেওয়া যাক একনজরে।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স-এর রিপোর্ট অনুযায়ী, মুদ্রাস্ফীতির হারের নিরিখে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা (১০২ শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক (৫৫.১৮)। এই দুই দেশের মুদ্রাস্ফীতির হার অত্যধিক বেশি। এরপর অবশ্য দেশগুলির মুদ্রাস্ফীতির হার তুলনামূলকভাবে অনেকটাই কম। তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া (১১ শতাংশ), তারপরে রয়েছে যথাক্রমে ব্রিটেন (১০.১ শতাংশ), ইতালি (৯.২ শতাংশ), জার্মানি (৮.৭ শতাংশ)। অস্ট্রেলিয়া রয়েছে অষ্টম স্থানে (৭.৮ শতাংশ)। তালিকার দশম স্থানে রয়েছে ভারত, মুদ্রাস্ফীতির হার ৬.৪৪ শতাংশ।

এই খবরটিও পড়ুন

মুদ্রাস্ফীতির হারের তালিকায় ভারতের পরে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র (৬ শতাংশ), ব্রাজিল (৫.৬ শতাংশ), জাপান (৪.৩ শতাংশ), সুইৎজারল্যান্ড (৩.৪ শতাংশ), সৌদি আরব (৩ শতাংশ)। আর তালিকার নীচের দিকে ১৬ তম স্থানে রয়েছে চিন, মুদ্রাস্ফীতির হার ১ শতাংশ।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla