Jagaddal Arrest: অপরাধের তালিকা অনেক লম্বা, জগদ্দলে জুটমিল কর্মী খুনে ধৃত মূল অভিযুক্ত

Jagaddal Arrest: মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেও তার নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে মূল অভিযুক্ত গণেশকে জগদ্দলের এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ।

Jagaddal Arrest: অপরাধের তালিকা অনেক লম্বা, জগদ্দলে জুটমিল কর্মী খুনে ধৃত মূল অভিযুক্ত
জুটমিল কর্মী খুনে ধৃত মূল অভিযুক্ত (বাঁ দিকে গণেশ সাউ)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 12:24 PM

উত্তর ২৪ পরগনা: জগদ্দলে জুট মিল কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত গণেশ সাউকে গ্রেফতার করল পুলিশ। জগদ্দল থেকেই তাকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলন করে গ্রেফতারির বিষয়টি জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। জগদ্দলে জুটমিল কর্মী খুনে মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে গণেশ সাউয়ের। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। পুলিশ তার খোঁজে টানা তল্লাশি চালাচ্ছিল। মোবাইল ফোনের টাওয়ার চিহ্নিত করেও তার নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে মূল অভিযুক্ত গণেশকে জগদ্দলের এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে খুনের ব্যবহৃত অস্ত্র।

পুলিশ কর্তা জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরেই এই খুন। তবে গণেশের বিরুদ্ধে এর আগেও অনেক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে ব্যবসায়ীরা যাতে কোনও রকম ভাবে আতঙ্কিত হয়ে না পড়েন, তারও বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। এলাকায় পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

সন্ত্রাস-অশান্তির নিরিখে শিরোনামে থাকে জগদ্দল-ভাটপাড়া সংলগ্ন এলাকা। গত শুক্রবারই জগদ্দলে এক হাড়হিম হত্যাকাণ্ড ঘটে। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা এক ।যুবককে টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হয়। তারপর তার ওপর চলে কিল-চড়, লাথি। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। গোটা দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।  শুধু তাই নয়, জগদ্দল থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে ব্যাপক বোমাবাজি হয়। গণেশ এই ঘটনার মূল চক্রী। মনে করা হচ্ছে, সাদা টি শার্ট পরিহিত যে ব্যক্তি জুটমিলের কর্মীকে গুলি করেছে, সেই গণেশ।