Khatron Ke Khiladi: রাহুল, দিব্যাঙ্কা, অনুষ্কা…এপিসোড প্রতি এই সব প্রতিযোগীর আয় কত জানেন?

এপিসোড প্রতি এই সব প্রতিযোগীর আয় কত জানেন? বিস্তারিত দেখে নিন...

| Edited By: | Updated on: Jul 17, 2021 | 7:13 PM
শুরু হচ্ছে রোহিত শেট্টি পরিচালিত Khatron Ke Khiladiর ১১ তম সিজন। এই সিজনে এ বারে অংশ নিয়েছিলেন রাহুল বৈদ্য, অভিনব শুক্লা, নিক্কি তাম্বোলীসহ এক ঝাঁক চেনা মুখ। এপিসোড প্রতি এই সব প্রতিযোগীর আয় কত জানেন? বিস্তারিত দেখে নিন...

শুরু হচ্ছে রোহিত শেট্টি পরিচালিত Khatron Ke Khiladiর ১১ তম সিজন। এই সিজনে এ বারে অংশ নিয়েছিলেন রাহুল বৈদ্য, অভিনব শুক্লা, নিক্কি তাম্বোলীসহ এক ঝাঁক চেনা মুখ। এপিসোড প্রতি এই সব প্রতিযোগীর আয় কত জানেন? বিস্তারিত দেখে নিন...

1 / 7
সূত্র বলছে, এপিসোড প্রতি রাহুল বৈদ্য এই সিজনে নিয়েছেন ১৫ লক্ষ টাকা। সূত্র আরও বলছে, তিনিই নাকি এ বারের 'হায়েস্ট পেয়েড প্রতিযোগী'। বুঝতেই পারছেন বিয়ের ঠিক আগে রাহুলের পকেট ভরেছে ভালই।

সূত্র বলছে, এপিসোড প্রতি রাহুল বৈদ্য এই সিজনে নিয়েছেন ১৫ লক্ষ টাকা। সূত্র আরও বলছে, তিনিই নাকি এ বারের 'হায়েস্ট পেয়েড প্রতিযোগী'। বুঝতেই পারছেন বিয়ের ঠিক আগে রাহুলের পকেট ভরেছে ভালই।

2 / 7
দিব্যাঙ্কাও কম জান না। তাঁর ঝুলিতে নাকি পর্ব প্রতি ঢুকেছে ১০ লক্ষ টাকা। হায়েস্ট পেয়েডের নিরিখে তাঁর স্থান দ্বিতীয় স্থানে।

দিব্যাঙ্কাও কম জান না। তাঁর ঝুলিতে নাকি পর্ব প্রতি ঢুকেছে ১০ লক্ষ টাকা। হায়েস্ট পেয়েডের নিরিখে তাঁর স্থান দ্বিতীয় স্থানে।

3 / 7
শোনা যাচ্ছে এ বারের সিজনে বিজয়ী হয়েছেন অর্জুন বিজলানি এপিসোড প্রতি তাঁর আয় ৭ লক্ষ টাকা।

শোনা যাচ্ছে এ বারের সিজনে বিজয়ী হয়েছেন অর্জুন বিজলানি এপিসোড প্রতি তাঁর আয় ৭ লক্ষ টাকা।

4 / 7
বয়স মাত্র ১৯। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে। ওই রিয়ালিটি শো'র সর্বকনিষ্ঠ এই প্রতিযোগী নাকি এপিসোড পিছু নিয়েছেন ৫ লক্ষ টাকা।

বয়স মাত্র ১৯। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে। ওই রিয়ালিটি শো'র সর্বকনিষ্ঠ এই প্রতিযোগী নাকি এপিসোড পিছু নিয়েছেন ৫ লক্ষ টাকা।

5 / 7
দাদাকে হারিয়ে কান্না গোপন করেই তিনি উড়ে গিয়েছিলেন খতড়ো কি খিলাড়ির শুটে কেপটাউনে। বিগবসের দৌলতে নিক্কি তাম্বোলী এখন পরিচিত নাম। এই রিয়ালিটি শো'য়ে নিক্কি পেয়েছেন এপিসোড প্রতি ৪ লক্ষ ৪৫ হাজার টাকা, সূত্র বলছে তেমনটাই।

দাদাকে হারিয়ে কান্না গোপন করেই তিনি উড়ে গিয়েছিলেন খতড়ো কি খিলাড়ির শুটে কেপটাউনে। বিগবসের দৌলতে নিক্কি তাম্বোলী এখন পরিচিত নাম। এই রিয়ালিটি শো'য়ে নিক্কি পেয়েছেন এপিসোড প্রতি ৪ লক্ষ ৪৫ হাজার টাকা, সূত্র বলছে তেমনটাই।

6 / 7
অন্যদিকে নিক্কির থেকে একটু পিছিয়ে রয়েছেন অভিনব শুক্লা। সূত্র বলছে তাঁর ঝুলিতে প্রতি এপিসোডে ঢুকেছে ৪ লক্ষ ২৫ হাজার টাকা।

অন্যদিকে নিক্কির থেকে একটু পিছিয়ে রয়েছেন অভিনব শুক্লা। সূত্র বলছে তাঁর ঝুলিতে প্রতি এপিসোডে ঢুকেছে ৪ লক্ষ ২৫ হাজার টাকা।

7 / 7
Follow Us: