রয়েছে ৬২টি মিসাইল ছোড়ার ক্ষমতা, শীঘ্রই জলে নামবে ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে জলে নামবে আইএনএস বিক্রান্ত

রয়েছে ৬২টি মিসাইল ছোড়ার ক্ষমতা, শীঘ্রই জলে নামবে ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরী 'আইএনএস বিক্রান্ত'
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 25, 2021 | 2:39 PM

নয়া দিল্লি: পরিকল্পনা শুরু হয় আজ থেকে বছর ৩০ আগে। কাজ শুরু হয় ১৯৯৯-তে। তারপর নানা কারণে পিছিয়ে যেতে থাকে কয়েক হাজার কোটি টাকার এই প্রজেক্ত। তার মধ্যে কোভিডের দাপাদাপিতে নতুন করে ধাক্কা খায় প্রকল্পের অগ্রগতি। অবশেষে সব বাধা পেরিয়ে জলে নামতে চলেছে ভারতে তৈরি প্রথম এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রান্ত (INS Vikrant)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়েছেন, আগামী বছরেই শত্রু মোকাবিলায় সমুদ্রে নামবে এটি।

‘আইএনএস বিক্রান্ত’ ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ১ বা আইএসি-১ নামেও পরিচিত। কেরলের কোচি শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত হয়েছে এই যুদ্ধবিমানবাহী রণতরী। শুক্রবার কোচিতে সেই এয়ারক্রাফট কেরিয়ারের নির্মাণকাজ পরিদর্শন করে রাজনাথ সিং জানিয়েছেন, আগামী বছরই জলে নামবে এই রণতরী। আগামী বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছরে পূর্ণ হবে। এই উপলক্ষে দেশের নৌবাহিনীতে বড় একটি সাফল্যের ঘোষণা হতে চলেছে বলে মনে করেন তিনি।

২৪,০০০ কোটি টাকার এই প্রজেক্ট সম্পূর্ণ করার লক্ষ্য ছিল ২০১৮-তে। কিন্তু অতিমারির কারণে তা পিছিয়ে যায়। নৌবাহিনী সূত্রে খবর, ২০২০-র নভেম্বরে ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। এই রণতরীর ৪০,০০০ টন ওজন বহন করার ক্ষমতা থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘ডেল্টা প্লাসে’র ভয়াল গ্রাসের মুখে এই রাজ্য, মিলল ৭ আক্রান্তের খোঁজ, মৃত্যু ২ জনের

১৯৯৯-তে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের তত্ত্বাবধানে প্রথম এই প্রজেক্টের কাজ শুরু হয়। ২০১১-তে এর নির্মাণকাজ মোটামুটিভাবে শেষ হয়। ২০১৩-র ১২ অগস্ট প্রথম জলে নামানো হয় এই রণতরীটিকে। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে,এ পর্যন্ত ভারতে যত সংখ্যক রণতরী তৈরি হয়েছে তার মধ্যে এটির ডিজাইন সবথেকে জটিল। এটি দৈর্ঘ্যে ২৮২ মিটার, প্রস্থে ৬২ মিটার। এই রণতরীকে একসঙ্গে ২৫-৪০ টি এয়ারক্রাফট থাকতে পারবে। এই রণতরীতে যে যুদ্ধাস্ত্র আছে তাতে যে কোনও ধরনের রণকৌশলের সঙ্গে মোকাবিলা করতে পারবে। এতে রয়েছে দুটি ৩২ সেল যুক্ত ভার্টিকাল লঞ্চ সিস্টেম, যেখান থেকে ৬২টি মিসাইল ছোড়া সম্ভব। ইজরায়েলের তৈরি বারাক ওয়ান মিসাইল সিস্টেমও থাকবে আইএনএস বিক্রান্তে।