Visva-Bharati University: ডিপার্টমেন্ট থেকে পড়ুয়াদের মার্কশিট চুরির অভিযোগ! ব্যাপক চাঞ্চল্য বিশ্বভারতীতে

Visva-Bharati University: এ খবর চাউর হতেই ব্যাপক চাপানউতর শুরু হয়েছে পড়ুয়াদের মধ্যে। তবে এই প্রথম নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বিশ্বভারতীতে।

Visva-Bharati University: ডিপার্টমেন্ট থেকে পড়ুয়াদের মার্কশিট চুরির অভিযোগ! ব্যাপক চাঞ্চল্য বিশ্বভারতীতে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 10:05 PM

বীরভূম: সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে বারবারই উত্তাল হয়েছে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়(Visva-Bharati University)। এদিকে এনআইআরএফ(NIRF) ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর লাগাতার পতন নিয়ে শিক্ষামহলে চলছিল জোরদার চর্চা। এরমধ্যে এবার সামনে আসছে মার্কশিট চুরির অভিযোগ। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে। অভিযোগ, বিশ্বভারতীর বিনয় ভবনের এম এড, বি এড আর স্নাতকোত্তরের পড়ুয়াদের মার্কশিট চুরি হয়ে গিয়ছে। সূত্রের খবর, সম্প্রতি মার্রশিট বিতরণের কাজ শুরু হয়েছিল। কিন্তু, তারমধ্যেই দেখে যায় বেশ কিছু পড়ুয়াদের মার্কশিট চুরি হয়ে গিয়েছে।

এ খবর চাউর হতেই ব্যাপক চাপানউতর শুরু হয়েছে পড়ুয়াদের মধ্যে। তবে এই প্রথম নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বিশ্বভারতীতে। সংগীত ভবনের প্রশ্নপত্র চুরির অভিযোগ সামনে এসেছিল। যা নিয়ে ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন চুরির ঘটনা নিয়ে বিনয় ভবনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা ঘটনার কথা জানানো হয়েছে।  কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না উদ্বেগ। দেশ তথা রাজ্যের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার এ ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। কীভাবে বিশ্ববিদ্যালয়ের কড়া নিরাপত্তবলয় ভেদ করে চুরি গেল মার্কশিট তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এখনও এ বিষয়ে পুলিশে কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানা যাচ্ছে। শুরুতে কর্তৃপক্ষের তরফে কেউ এ ঘটনা নিয়ে মুখ খোলেননি। যদিও পরবর্তীতে সরিয়ে দেওয়া বিভাগীয় প্রধান বেনুধর চিনারাকে। তাঁর জায়গায় বিনয় ভবনের প্রিন্সিপাল এই দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে নোটিশও জারি হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কালী বিতর্কে নাম জড়ায় বিশ্বভারতীর। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ‘কালী আরাধনা’ নিয়ে ‘লেকচার সিরিজের’ আয়োজন নিয়ে ছড়ায় বিতর্ক। এবার তারমধ্যে নতুন করে মার্কশিট চুরির অভিযোগ সামনে আসায় ফের বাড়ছে বিতর্ক। অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) বা এনআইআরএফের তালিকায় বিশ্বভারতী ৯৮ নেমে এসেছে। কেন বিশ্বভারতীর ব়্যাঙ্কিং এতটা নীচে নামছে তা নিয়েও জোরদার চর্চা চলছে শিক্ষা মহলের অন্দরে।