লাইন দিয়ে গাড়িতে উঠছিলেন, চোখের নিমেশে পিছন থেকে পরপর ৪ জনকে পিষে দিল ট্রাক!

Murshidabad: রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সামনে একটি ছোটো গাড়ি এসে দাঁড়ালে, তাঁরা ওঠার চেষ্টা করছিলেন।

লাইন দিয়ে গাড়িতে উঠছিলেন, চোখের নিমেশে পিছন থেকে পরপর ৪ জনকে পিষে দিল ট্রাক!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 9:49 AM

মুর্শিদাবাদ: ভোরে কাজে বেরিয়েছিলেন ওঁরা প্রত্যেকে। রোজকার মতোই রাস্তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিলেন ছোটো গাড়িতে উঠবেন বলে! ছোটো গাড়ি আসেও, লাইন দিয়ে পরপর ওঠার জন্য প্রস্তুত হচ্ছিলেন তাঁরা। চোখের পলকে পিছনে থেকে চলে আসে একটা ট্রাক! পরপর চার জনকে পিষে দিয়ে বেরিয়ে যায় মুহূর্তে! ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে। মৃত চারজনের জনের এখনও পর্যন্ত তিন জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন শোভাকর মণ্ডল, রাজু মণ্ডল, জয়দেব মণ্ডল। প্রত্যেকেরই বয়স চল্লিশের মধ্যেই।

জানা গিয়েছে, মৃত ও আহতরা প্রত্যেকেই একই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পুনিয়া এলাকায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই জায়গাতে প্রত্যেক দিনই দিনমজুরি করতে যাওয়া একটি দল দাঁড়িয়ে থাকে। ছোটো গাড়ি আসে, তাঁরা উঠে বেরিয়ে যান। এদিনও তাই হয়েছে।

রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সামনে একটি ছোটো গাড়ি এসে দাঁড়ালে, তাঁরা ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু আচমকাই পিছন একটি ট্রাক চলে আসে। আর সজোরে ছোটো গাড়িতে ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান চার জন।

গুরুতর আহত হন অর্চনা মণ্ডল নামে আরও এক মহিলা। স্থানীয়রাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বাকিদের মৃত্যু হয় ঘটনাস্থলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীরা কথায়, “ওঁরা রোজই কাজে যান। আজও গাড়িতে উঠছিল। হঠাত্ করে পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ওই গাড়িটা বহরমপুরের দিকে যাচ্ছিল। পুলিশ অনেক দেরিতে এসেছে। সারা বছর এই এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তার অবস্থা খুব খারাপ। ” দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে। আরও পড়ুন: ‘ঘোরের মধ্যেই বুঝতে পারছিলাম বাজে ভাবে শরীর স্পর্শ করছে কেউ…’, কলকাতার এই হাসপাতালে ভয়াবহ অভিজ্ঞতা