Nipah virus: আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস, সংক্রমণের উপসর্গ ও বাঁচার উপায় জানুন

Nipah infection: নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভিতর পর্যন্ত আক্রমণ চালায়। তার ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টি হলেও ধীরে-ধীরে মাথার ভিতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিপা-য় মৃত্যুর হার ৪০-৭৫ শতাংশ।

Nipah virus: আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস, সংক্রমণের উপসর্গ ও বাঁচার উপায় জানুন
নিপা ভাইরাস।Image Credit source: GETTY
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 2:14 PM

কোঝিকড়: ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah virus)। কেরলের (Kerala) কোঝিকড়ের হাসপাতালে ২ জনের মৃত্যুকে কেন্দ্র নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। ওই ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। কেননা, ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তবে যে উপসর্গের জেরে তাঁদের মৃত্যু হয়েছে, সেটা নিপা ভাইরাস সংক্রমণের লক্ষণ বলে চিকিৎসকদের দাবি। এছাড়া ওই একই উপসর্গ নিয়ে আরও ৩ শিশু-সহ ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে উদ্বেগ বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার কোঝিকড়ের এক বেসরকারি হাসপাতালে যে ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁদেরই এক আত্মীয়, ২২ বছরের যুবকও একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন। এছাড়া যে ৩ শিশু ভর্তি রয়েছে তাদের মধ্যে ৪ বছর, ৯ বছর থেকে ১০ মাস বয়সের শিশুও রয়েছে। সকলেরই জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে।

বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরলে মারাত্মক আকার ধারণ করেছিল। তাই আগাম সতর্কতা নিতে তৎপর পিনারাই বিজয়নের সরকার। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কোঝিকড়ে নিপা সতর্কতাও জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। অন্যদিকে, কোঝিকড়ের বেসরকারি হাসপাতালে ৩ শিশু-সহ যে ৪ জন নিপা-র উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন, তাঁদের রক্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউফট অফ ভাইরোলজি (NIV)-তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই রাজ্যে নিপা সংক্রমণ আদৌ হয়েছে কিনা তা স্পষ্ট হবে। তবে নিপা সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

নিপা ভাইরাস সংক্রমণের উপসর্গ, ক্ষতিকর প্রভাব ও সতর্কতা কী, জেনে নেওয়া যাক একনজরে…

নিপা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিপা ভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গ হল, জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্টি ও বমি। এর সঙ্গে মাথার ভিতরে প্রচণ্ড জ্বালা হয়। সংক্রমণ গুরুতর হলে খিঁচুনি হয় এবং রোগী কোমাতেও চলে যেতে পারে।

নিপা-র প্রভাবে কী হতে পারে? নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভিতর পর্যন্ত আক্রমণ চালায়। তার ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টি হলেও ধীরে-ধীরে মাথার ভিতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিপা সংক্রমণের মৃত্যুর হার ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ।

নিপা-র চিকিৎসা নিপা সংক্রমণের পৃথক কোনও চিকিৎসা নেই। তবে শ্বাসকষ্টি বেশি হলে রোগীকে আইসিইউ-তে রেখে অক্সিজেন সাপোর্ট ও স্নায়বিক চিকিৎসা দিতে হবে। এখনও পর্যন্ত নিপা-র কোনও ওষুধ বা ভ্যাকসিন আসেনি বলে হু জানিয়েছে।

কী থেকে নিপা সংক্রমণ ছড়ায়? মূলত, বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ অন্যান্য পশুর দেহে ও মানব শরীরে ছড়ায়। শূকর থেকেও নিপা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মত। আবার নিপা-য় কোনও ব্যক্তি সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে থাকা অন্যজনেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিপা সংক্রমণ ঠেকাতে কী সতর্কতা অবলম্বন আবশ্যক? নিপা সংক্রমণ ঠেকাতে মূলত বাদুড় ও শূকর থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া কোনও ব্যক্তি নিপা-য় আক্রান্ত হলে তাঁর আলাদা থাকা উচিত এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিপা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যে আসবে তাঁরও আলাদা থাকা এবং চিকিৎসকের কাছে যাওয়া উচিত। পাশাপাশি বারবার হাত ধোওয়া এবং পরিচ্ছন্ন থাকারও বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা।