West Bengal Election 2021: ভোটার কার্ড না থাকলেও ভোট দেবেন কীভাবে?
ভোট দেওয়ার জন্য অন্য যে নথিগুলি বৈধ হবে, সেগুলি দেখে নিন এক নজরে...
কলকাতা: দেশ ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের (Assembly Election) মুখে। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে বঙ্গে প্রথম দফার ভোট। একই দিনে ভোট শুরু হচ্ছে অসমেও। পরপর ভোট রয়েছে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে। ভোট দেওয়ার জন্য প্রত্যেকের ভোটার স্লিপ ও ভোটার কার্ড (Voter Card) প্রয়োজন। যা নির্বাচন কমিশন সকলের জন্য অনুমোদিত করে।
তবে যদি ভোটার কার্ড না থাকে সে ক্ষেত্রেও কেউ ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য অন্য যে নথিগুলি বৈধ হবে, সেগুলি দেখে নিন এক নজরে…
১.পাসপোর্ট ২.ড্রাইভিং লাইসেন্স ৩. রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সার্ভিস আইডেন্টিটি কার্ড ৪. প্যান কার্ড ৫. আধার কার্ড ৬.পোস্ট অফিসের পাসবুক ৭.জব কার্ড ৮. শ্রম মন্ত্রকের বিমা কার্ড ৯. পেনসন ডকুমেন্ট ১০.নির্বাচন কমিশনের ভোটার স্লিপ ১১. ব্যাঙ্কের পাসবুক ১২.বিধায়ক, সাংসদ বা বিধান পরিষদ থেকে অনুমোদিত পেনসন ডকুমেন্ট।
আরও পড়ুন: দিদি হয়ে ভাল ছিলেন, পিসি হয়েই লণ্ডভণ্ড শুরু: রাজীব