Skin Care Oils: বাড়িতে এই দু’ধরনের তেল বানিয়ে নিলেই আপনার ত্বক হবে চকচকে আর দাগহীন…

ত্বকের যত্ন নিতে সবাইই কিছু না কিছু করেই থাকে। ফেস ওয়াশ থেকে শুরু করে আরও অনেক কিছুই পড়ে ত্বকের যত্নের রুটিনে। কিন্তু মাত্র দু'রকমের তেল তৈরি করলেই আপনি আপনার ত্বককে চকচকে করে তুলতে পারবেন...

Skin Care Oils: বাড়িতে এই দু'ধরনের তেল বানিয়ে নিলেই আপনার ত্বক হবে চকচকে আর দাগহীন...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 7:36 AM

আমাদের ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার জন্য আমরা অনেক কিছুই করে থাকি। তবে, জানেন কি? মাত্র ২ ধরনের তেলের (Body Oil) ব্যবহারের মাধ্যমেই সারা ত্বক চকচকে হয়ে উঠতে পারে। ত্বকের যত্নের ক্ষেত্রে তাই এই তেলগুলো বাড়িতেই তৈরি করে নিয়ে (Home Made) ব্যবহার করা শুরু করে দিন।

১. নারকেল তেলের বডি অয়েল:

নারকেল তেল- হাফ কাপ সরিষার তেল- হাফ কাপ ভিটামিন ই ক্যাপসুল- ২টি কমলালেবুর খোসা গুঁড়ো- ১ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো- ১ টেবিল চামচ অলিভ অয়েল- ২ টেবিল চামচ গ্লিসারিন- ১ টেবিল চামচ ভিটামিন সি ট্যাবলেট- ১টি কর্পূর- ১টি

কীভাবে তৈরি করবেন?

সব উপকরণ মিশিয়ে কাচের বোতলে ভরে রাখুন। অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল কেটে নিবেন এবং ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে নেবেন মেশানোর আগে, কর্পূর গুঁড়ো লাগবে না। মেশানোর পরে দুইদিন পর্যন্ত তেল ব্যবহার করবেন না, বোতলটা ওভাবেই রেখে দিবেন। দুইদিন পর থেকে ব্যবহার করুন প্রতিদিন সকালে স্নানের পরে, সারা শরীরে।

Homemade Skin Care Oils

উপকারিতা:

ভিটামিন ই ত্বককে করে টানটান এবং যে কোনও কালো দাগ দূর করতে সাহায্য করে। ভিটামিন সি ত্বককে মসৃণ করে। কর্পূর প্রাকৃতিক সুগন্ধির কাজ করে এবং এটি শরীরের কোন ব্যথা থাকলে সারিয়ে তুলবে। গ্লিসারিন শীতে ত্বকের রুক্ষতা-শুষ্কতা কমিয়ে আনবে। গোলাপের পাপড়ি গুঁড়া সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজারের কাজ করে। আর কমলার খোসার অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল, এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বককে সর্বাত্মকভাবে রক্ষা করে।

২. দারচিনির বডি অয়েল:

আমন্ড অয়েল- ১ কাপের তিন ভাগের এক ভাগ জোজোবা অয়েল- ১ কাপের আট ভাগের এক ভাগ অলিভ অয়েল- ১ কাপের আট ভাগের এক ভাগ সিনামন এসেনশিয়াল অয়েল- ১২ ফোঁটা ভ্যানিলা এসেনশিয়াল অয়েল- ২০ ফোঁটা ক্লোভ এসেনশিয়াল অয়েল- ৫ ফোঁটা দারচিনি- বড় ১টি টুকরো

কীভাবে তৈরি করবেন:

সব তেল একসঙ্গে মিশিয়ে কাচের বোতলে ঢেলে নিন এবং দারচিনির টুকরো এতে ডুবিয়ে রাখুন। গোসলের পরে এই তেল শরীরে মাসাজ করলে কনকনে ঠান্ডায় শরীর থাকবে গরম আর শুষ্ক ত্বকে আসবে প্রশান্তির ছোঁয়া।

উপকারিতা:

জোজোবা, অলিভ, আমন্ড অয়েল স্কিনকে ময়েশ্চারাইজ করে। সিনামন, ক্লোভ, ভ্যানিলা অয়েল উষ্ণ এবং ঝাঁঝালো অ্যারোমাথেরাপির মিশেল ঘটায়, যা হেমন্ত ও শীতের হাড় হিম করা আবহাওয়ার জন্য ভীষণ উপকারী। শুধু তাই নয়, দারচিনি সুগন্ধীর পাশাপাশি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের একটি উৎস, যা শীতকালীন ত্বকের সমস্যায় দারুণ কাজে লাগে।

তথ্যসূত্র: দাশবাস

আরও পড়ুন: Staple Kohl Eyes: একই মেকআপ লুকে বিরক্ত! করিনার মত সিগনেচার লুক পান মাত্র ১০টি টিউটরিয়াল স্টেপে