Coconut Milk: চুল থেকে ত্বক, ভাল রাখবে নারকেল দুধের এই গুণ!
Skin care: নারকেলের মালাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে এর মধ্যে প্রচুর খনিজ, ভিটামিন রয়েছে। যা ত্বক ভাল রাখতে সাহায্য করে
এই উপাদান ছাড়া অসম্পূর্ণ মালাইকারি, এমনকী স্পেশ্যাল মাংসের রেসিপিতেও ব্যবহার করা হয় নারকেলের দুধ। খাবারের স্বাদ বাড়াতে জুড়ি মেলা ভার। কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও যে এতটা কার্যকরী, তা আগে জানা ছিল কি! নারকেলের মালাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে এর মধ্যে প্রচুর খনিজ, ভিটামিন রয়েছে। যা ত্বক ভাল রাখতে সাহায্য করে। নারকেলের দুধ কিন্তু ঠিকমতো সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত রাখা যায়। গরমকালে অনেকেই ত্বকের নানা অ্যালার্জির সমস্যায় ভোগেন। সেক্ষেত্রেও কিন্তু ভাল কাজ করে এই নারকেলের দুধ। সানবার্নের সমস্যার ক্ষেত্রেও কিন্তু নারকেলের দুধ বেশ ভাল কাজে দেয়। মেকআপ রিমুভার হিসেবেও বেশ ভাল কাজ করে। গরমে কোনও নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগে নারকেলের দুধ ক্লিনজার হিসেবে ব্যবহার করে নিন।
চুলের যত্নে নারকেল তেল যে খুবই ভাল তা সকলেই জানেন। সেই আদ্যিকাল থেকে ব্যবহার করা হচ্ছে এই তেল। রুক্ষ চুল স্বাভাবিকভাবে মসৃণ আর কোমল করে তুলতে জুড়ি নেই নারকেল তেলের। তাই প্রায় প্রতিটি বাড়িতে চুলের যত্নের জন্য আর কিছু থাক না থাক, খাঁটি নারকেল তেলের একটা বোতল থাকেই! তেলের পাশাপাশি নারকেলের দুধও কিন্তু চুলের জন্য সমান পুষ্টিকর! চুলের গোড়া শক্ত করা থেকে শুরু করে চুল ওঠা বন্ধ করা, চুলে পুষ্টি পৌঁছে দেওয়ার মতো একাধিক জরুরি কাজ করতে পারে নারকেলের দুধ! গরমের দিনে চুলের আর্দ্রভাবও বজায় রাখে।
যে ভাবে ব্যবহার করবেন নারকেলের দুধ
*নারকেলের দুধ চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এক কাপ নারকেলের দুধ নিন, তাতে এক টেবিলচামচ অলিভ অয়েল আর একটা ডিম ভেঙে খুব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্যাল্পে লাগিয়ে ভালোভাবে মাসাজ করে নিন। বাকি মিশ্রণটা চুলে লাগান, ডগার দিকটায় ভালো করে লাগাবেন। মিনিট ২০ রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
*চুল দ্রুত লম্বা করতে চাইলে ভরসা রাখুন নারকেলের দুধে। দু’ টেবিলচামচ মেথি গুঁড়ো আর তিন টেবিলচামচ নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে আর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
*খুশকির সমস্যা হলেও কিন্তু খুব ভাল কাজ করে নারকেলের দুধ। তিন টেবিলচামচ নারকেলের দুধ, এক টেবিলচামচ অ্যালোভেরা জেল আর কয়েকটা তুলসি পাতা নিন। তুলসি পাতাগুলো বেটে নিন। তারপর নারকেলের দুধ, অ্যালো ভেরা জেল আর তুলসি পাতা বাটা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার তা চুলে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিন। এতে খুশকির সমস্যা দূর হবে।
*নারকেলের দুধ, লেবুর রস, কফি, চিনি একসঙ্গে মিশিয়ে লাগিয়ে মুখে লাগান। এতে মরা কোশ দূর হবে, ত্বক হবে উজ্জ্বল।