Charcoal Face Pack: ছেলেদেরও ট্যান পড়ে, লজ্জা না পেয়ে ব্যবহার করুন এই চারকোল ফেসপ্যাক! ম্যাজিক ত্বক ৭ দিনেই
Men's Skin Care Tips: বিশেষজ্ঞদের মতে, মহিলাদের তুলনায় পুরুষদের উপর বেশি কার্যকর এই চারকোল। আসলে পুরুষেরা ত্বকের কম যত্ন নেন।
এখন রূপচর্চার সামগ্রী কিনতে গেলে চারকোল সাবান থেকে শুরু করে চারকোল ফেসওয়াশ সবাই পাওয়া যায়। কয়েক বছর আগে পর্যন্ত এই চারকোলের ব্যবহার ছিল না বিউটি পণ্যে। কিন্তু এখন যত দিন যাচ্ছে, এই ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার আরও বাড়ছে। আজকাল তো শুধু রূপচর্চার মধ্যে আবদ্ধ নেই চারকোল। দাঁতের যত্ন নিতেও ব্যবহার করা হয় চারকোল। কিন্তু এত বেশি কেন এই উপাদানের জনপ্রিয়তা? সেটা কি ভেবে দেখেছেন?
ত্বকের উপর দারুণ কাজ করে চারকোল। মূলত কালচে দাগ-ছোপ দূর করা থেকে শুরু করে সান ট্যান দূর করতে দারুণ সহায়ক এই চারকোল। কেউ কেউ চারকোলকে ফেসওয়াশ হিসেবে ব্যবহার করেন। এতেও ত্বক ভাল থাকে। কিন্তু ফেসওয়াশ এমন ব্যবহার করবেন যেটা ত্বকের উপরিতলের পিএইচ ভারসাম্য বজায় রাখে। সবচেয়ে ভাল হয় আপনি যদি চারকোল ফেসপ্যাক ব্যবহার করেন। এতে ত্বকে মধ্যে জমে থাকা মৃত কোষও দূর হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।
বিশেষজ্ঞদের মতে, মহিলাদের তুলনায় পুরুষদের উপর বেশি কার্যকর এই চারকোল। আসলে পুরুষেরা ত্বকের কম যত্ন নেন। তাছাড়া বেশির ভাগ পুরুষদের ত্বক তৈলাক্ত হয়। এই ক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন চারকোলের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
চারকোল বানানোর জন্য প্রয়োজন, চারকোল পাউডার, বেনটোনাইট ক্লে, মধু এবং কয়েক ফোঁটা আপনার প্রিয় এসেন্সিয়াল অয়েল। এই ক্ষেত্রে আপনি লেমন, টি ট্রি এবং ল্যাভেন্ডার অয়েলের মধ্যে যে কোনও একটি এসেন্সিয়াল অয়েলের কয়েক ফোঁটা ব্যবহার করতে পারেন। পরিমাণ মত প্রত্যেকটি উপাদানকে মিশিয়ে নিন, তারপর মিশ্রণটিকে পাতলা করার জন্য দু-তিন চামচ জল দিন। এরপর সংমিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে আপ স্ট্রোকে ত্বকের ওপর প্রয়োগ করুন। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত রেখে দিন এর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
মহিলারাও চারকোল ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে বানিয়ে নিতে পারেন চারকোল ফেসপ্যাক। এই প্যাক বানানোর জন্য প্রয়োজন এক চামচ বেনটোনাইট ক্লে, এক চামচ চারকোল পাউডার, এক চামচ অরগ্যানিক অ্যাপেল সাইডার ভিনিগার এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেন্সিয়াল অয়েল। পরিমাণ মত জল নিয়ে এই উপাদান গুলিকে ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর ত্বকের ওপর প্রয়োগ করুন। শুকনো না হওয়া পর্যন্ত ত্বকের ওপর রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।