Potato Face Mask: বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য আলুর ব্যবহার করতে পারেন, এতে আপনার ত্বক হবে উজ্জ্বল আর টানটান…

বাড়িতে স্কিন কেয়ারের বিভিন্ন রুটিন অনেকেই মনে চলেন। এই রুটিনের মধ্যেই আলুর রস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। কীভাবে বানাবেন বা কীভাবে সেই ফেসপ্যাক ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Potato Face Mask: বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য আলুর ব্যবহার করতে পারেন, এতে আপনার ত্বক হবে উজ্জ্বল আর টানটান...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 1:14 PM

করোনার কারণে অনেকেরই দীর্ঘদিন সেলুনে যাওয়া হয়নি। এখন পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হলেও, একটা ভয় সব সময়ই আমাদের মধ্যে বিরাজ করছে। কিন্তু বর্ষাকালে সেলুনে না গেলেও উপায় নেই। কারণ এই সময় ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত আদ্রতার কারণে অনেকেই হারিয়ে ফেলেন ত্বকের জৌলুস।

ব্রণ থেকে শুরু করে ব্রেকআউটস, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বর্ষাকালে। অনেকের আবার ত্বকে একটা কালচে দাগ পড়ে এই ঋতুতে। যদি সেলুনে না যান, তাহলে তো বাড়িতেই এসবের থেকে নিরাময়ের উপায় বের করতে হবে। যদিও, বাড়িতে স্কিন কেয়ারের বিভিন্ন রুটিন অনেকেই মনে চলেন।

এই রুটিনের মধ্যেই আলুর রস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। কীভাবে বানাবেন বা কীভাবে সেই ফেসপ্যাক ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Potato Face Mask

  • ব্রণ-র সমস্যায় আলুর রস অত্যন্ত উপকারি। যদি আপনার ত্বকে ব্রণের সমস্যা থাকে, তাহলে এটি ব্যবহার করুন।
  • যদি আপনার পিগমেন্টেশনের সমস্যা থাকে তাহলে এটি প্রয়োগ করতে পারেন।
  • নিয়মিত ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হয়। যার ফলে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়। অর্থাৎ, ডিটক্সিফাই করতে আলীর ফেসপ্যাক অনেকটা সাহায্য করে।
  • এটি বলিরেখা থেকেও ত্বককে বাঁচায়। আলুর ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক বেশ টানটান থাকে। ফলে ত্বকে কোনওরকম দাগ লক্ষ্য করা যায় না।
  • এটি ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের pH ব্যালেন্স ঠিক রাখে।

কীভাবে তৈরি করবেন?

  • চালের গুঁড়ো- ২ চা চামচ
  • দুধ- ২ চা চামচ
  • আলুর রস- ২ চা চামচ
  • মধু- হাফ চা চামচ

একটা বাটিতে চালের গুঁড়ো ও দুধ মিশিয়ে নিন। এবার তাতে আলুর রস ও মধু দিন। ভাল করে মিশিয়ে মুখে লাগান। ২০-২৫ মিনিট পর হাতে সামান্য জল নিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

ময়েশ্চারাইজার লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা না লাগালে ত্বক শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে চামড়ায় অতিরিক্ত টান পড়ার কারণে চামড়া ফাটতে পারে। এর ফলে চামড়ার মধ্যে উজ্জ্বলতা কমে যায়। ত্বক অনেকটা ঘষা ঘষা হয়ে যায় যার জন্য স্কিন কেয়ার রুটিনে থাকা সত্ত্বেও চামড়া সুস্থ থাকে না।

আরও পড়ুন: ব্ল্যাকহেড দূর করার জন্য স্ট্রিপ তৈরি করুন বাড়িতেই!

আরও পড়ুন: চুলের স্বাস্থ্য বজায় রাখতে চান? বাড়িতেই তৈরি করুন শ্যাম্পু

আরও পড়ুন: রান্নাঘরে থাকা জায়ফল দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক! পার্থক্য নিজেই বুঝতে পারবেন