Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mecheta: ‘দাগ আচ্ছে হ্যায়’, শরীরী খুঁত নিয়ে হীনম্নন্যতায় না ভুগে শুনুন বিশেষজ্ঞের টিপস…

Skin Care Tips: নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ মেচেতা বা মেলাসমার দাগ অনেকের মুখেই দেখা যায়। যাঁরা নিয়মিত ভাবে হরমোনের ওষুধ খান তাঁদের জন্য এটি খুবই সাধারণ সমস্যা

Mecheta: 'দাগ আচ্ছে হ্যায়', শরীরী খুঁত নিয়ে হীনম্নন্যতায় না ভুগে শুনুন বিশেষজ্ঞের টিপস...
ত্বকের সমস্যার সহজ সমাধান
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 8:10 PM

মেয়ে মানেই দাগ-ছোপহীন নিখুঁত ত্বক। মেয়ে মাত্রই সুন্দরী। মেয়ে মানেই সব সময় ক্রিম-সাবান-শ্যাম্পু আর ত্বক-শরীর নিয়ে সচেতন মানসিকতা থাকতেই হবে। বিজ্ঞাপন এবং সাহিত্যের বিচারে এভাবেই নারীকে দেখানো হয়ে থাকে। আজও ফেয়ারনেস ক্রিমের রমরমা বুঝিয়ে দেয় সৌন্দর্যের প্রাচীন সংজ্ঞাকে মুছে ফেলা যায়নি। তবুও সেই মানসিকতায় যে বদল এসেছে তা বেশ টের পাওয়া যায়। নাকে ব্ল্যাকহেডস কিংবা মুখে কোনও দাগ থাকলে মেয়েরা এখন আর পরোয়া করে না। টানা কয়েকদিন ভ্রু প্লাগ করার সময় পাওয়া যায়নি তাতেও থোড়াই কেয়ার। বরং খুঁত নিয়ে ফ্যাশানই এখন ট্রেন্ড।

নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ মেচেতা বা মেলাসমার দাগ অনেকের মুখেই দেখা যায়। যাঁরা নিয়মিত ভাবে হরমোনের ওষুধ খান তাঁদের জন্য এটি খুবই সাধারণ সমস্যা। আবার যাঁদের সুগার রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, বা কোনও হরমোন ঘটিত অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতেই পারে। অনিয়ন্ত্রিত থাইরয়েডও মেচেতার অন্যতম কারণ। সানস্ক্রিন ছাড়া যদি দিনের পর দিন কেউ রোদে বেরোন সেখান থেকেও হতে পারে এই সমস্যা। মেচেতার দাগ লুকোতে অনেকেই এমন আছেন যাঁরা দিনের পর দিন ফাউন্ডেশন ব্যবহার করেন। কনসিলার, বিবি ক্রিম, সিসি ক্রিম ফেস পাউডার এসব তো আছেই। দীর্ঘদিন এরকম রাসায়নিক ব্যবহার করলে ত্বকের উপরেও তার প্রভাব পড়ে। এমনকী মুখে কালো প্যাচ দেখা দেয়। আর তাই মুখের দাগ লোকানোর চেয়ে এখন তা জনসমক্ষে দেখানোতেই বিশ্বাসী বর্তমান তারকারা। কিন্তু এক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি।

মেচেতা হোক বা ফ্রেকলস, না চাইলে এর থেকে রেহাই পাওয়ার পথ আছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে ডিমেলামাইজিং ক্রিম। এ ছাড়া রয়েছে লেজ়ার ট্রিটমেন্টও। তবে প্রত্যেকেরই উচিত ত্বকের উপযোগী ভাল সানস্ক্রিন ব্যবহার করা। যাঁরা রোজ বাড়ির বাইরে যান তাঁরা অবশ্যই ফেস সিরামের সঙ্গে সানস্ক্রিন লোশন মিশিয়ে লাগান। আবার যাঁরা বাড়িতেই থাকেন তাঁরাও কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন। রান্নাঘরে যে গ্যাসের আঁচ থাকে সেখান থেকেও কিন্তু ক্ষতি হয় ত্বকের। এছাড়াও দাগ তুলতে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু টোটকাও।

তিন-চার চামচ টক দইয়ে একচামচ মধু মিশিয়ে মুখে মাখুন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ের বদলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

পাতিলেবুর রস আর চিনি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু তাড়াতাড়ি দাগ-ছোপ দূর হয়ে যায়।

অ্যাপেল সাইডার ভিনিগার, লেবু, মধু আর সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এতে ত্বক ভাল থাকবে। দাগ-ছোপও দূর য়ে যাবে।