Pujo Special Makeup Tips: পরনে বডিকোন আর ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক! সপ্তমীর সন্ধ্যায় কেমন হবে চোখের মেকআপ?

Bold Look: আপনি যখন গাঢ় রঙের লিপস্টিক বেছে নেন তখন চোখের মেকআপ মানানসই হওয়া জরুরি। তা না হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার পুজোর সাজ।

Pujo Special Makeup Tips: পরনে বডিকোন আর ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক! সপ্তমীর সন্ধ্যায় কেমন হবে চোখের মেকআপ?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 9:48 AM

সপ্তমীর দিন সন্ধ্যেবেলার জন্য ওয়েস্টার্ন আউট ফিটটা বেছে নিয়েছেন? প্রিয় বডিকোনের সঙ্গে গাঢ় রঙের লিপস্টিক পরবেন ভেবেছেন? গাঢ় লিপস্টিকে বোল্ড লুক তৈরি করা যায়। কিন্তু মুখের সঙ্গে ভাল করে গাঢ় লিপস্টিক ফুটিয়ে না তুললে নষ্ট হয়ে যেতে পারে আপনার সপ্তমীর সাজ। পোশাকের সঙ্গে মানানসই সাজগোজ করতে চাইলে মেকআপের দিকে বিশেষ মনোযোগ দিতেই হবে। বিশেষত আপনি যখন গাঢ় রঙের লিপস্টিক বেছে নেন তখন চোখের মেকআপ মানানসই হওয়া জরুরি। তাই গাঢ় রঙের লিপস্টিকের সঙ্গে কেমন হবে চোখের মেকআপ, রইল টিপস…

রাতের মেকআপ একটু জমকালো করাই ভাল। এতে আরও উজ্জ্বল দেখাবে আপনাকে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই তিনটি ধাপ সম্পূর্ণ করার পর একটু সিরাম লাগিয়ে নিন ত্বকে। এরপর ত্বকের উপর লাগান প্রাইমার। ফেস প্রাইমার আপনার মেকআপকে দীর্ঘক্ষণ ধরে রাখতে এবং ত্বকের পোরসগুলো বন্ধ করতে সাহায্য করবে। এতে গরমে, ঘামে কিংবা বৃষ্টির মধ্যে আপনার মেকআপ গলে যাবে না।

এবার পালা বেস মেকআপের। ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করুন। এরপর কনসিলার ব্যবহার করে ত্বকের সব খুঁত ঢেকে দিন। ক্রিম কনট্যুর ব্যবহার করলে এখনই গালের হাড় বরাবর কনট্যুর লাগিয়ে নিন। আর যদি পাউডার বেসড কনট্যুর হয় তাহলে শেষ লাগালেও চলবে। এরপর ফাউন্ডেশন ও কনসিলার সেট হওয়ার জন্য লুজ পাউডার ব্যবহার করুন। আইব্রো পেনসিল ব্যবহার করে ভুরু এঁকে নেবেন।

এবার শুরু করুন চোখের মেকআপ। গাঢ় রঙের লিপস্টিক পরলে আপনি স্মোকি আই তৈরি করতে পারেন। কিন্তু জমকালো চোখের মেকআপ এক্ষেত্রে মানাবে না। তাই গাঢ় রঙের অ্যাইশ্যাডো নিয়ে চোখের উপরের পাতায় বুলিয়ে নিন। এর সঙ্গে হালকা রঙের অ্যাইশ্যাডো দিয়ে টুইনিং করুন। চোখের নীচের অংশে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে শুধু গাঢ় রঙের অ্যাইশ্যাডো লাগিয়ে নিন। আইলাইনার কিংবা কাজল পরার আর প্রয়োজন নেই। শুধু মাস্কারা লাগিয়ে নিলেই হবে।

এরপর পছন্দের গাঢ় রঙ লাগিয়ে নিন ঠোঁটে। এক্ষেত্রে ম্যাট ফিনিশ লিপস্টিক ব্যবহার করুন। তবেই জমকালো দেখাবে। আর শেষে চিকসে লাগিয়ে নিন হাইলাইটার। মেকআপ ফিক্সিং স্প্রে ব্যবহার করে মেকআপ সেট করে নিন। ব্যস তৈরি আপনার সপ্তমীর লুক। গাঢ় রঙের লিপস্টিক পরে ভিড়ের মাঝে নজর কাড়বেন আপনি।