Kiara Advani: উজ্জ্বল ত্বকের জন্য কিয়ারার ভরসা তাঁর মায়ের তৈরি ঘরোয়া স্ক্রাবের উপর!

উজ্জ্বল ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব বানান। সেই স্ক্রাব তাঁর মায়ের হাতে তৈরি করা। কিয়ারার মায়ের মতে, মাসে একবার এই স্ক্রাব ব্যবহার করলেই হবে নিখুঁত ও মসৃণ সুন্দর ত্বক।

Kiara Advani: উজ্জ্বল ত্বকের জন্য কিয়ারার ভরসা তাঁর মায়ের তৈরি ঘরোয়া স্ক্রাবের উপর!
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2022 | 7:36 AM

বড়পর্দায় অভিনয় প্রতিভায় মুগ্ধ করেছেন অনেক আগেই। মিষ্টি দেখতে কিয়ারার অভিনয়ের পাশাপাশি আরও একটি উজ্জ্বল দিক রয়েছে। মসৃণ ও নিখুঁত ত্বক। ঈর্ষা করার মত অসাধারণ চুল। কিন্তু সিনেমার নায়িকাদের ক্ষেত্রেই এইসব প্রযোজ্য। এমনটা মনে করেন অনেকেই। সৌন্দর্য ও ত্বকের ধরন সকলের এক হয় না। জন্মগত এই সৃষ্টিকে কেউউ বাদ দিতে পারবে না। তবুও সিনেমার নায়িকাদেরও অভিনয়ের জন্য চড়া আলো, ধুলো-বালি, কড়া রোদ, রুক্ষ আবহাওয়ায় নাগাড়ে কাজ করে যেতে হয়। কিয়ারার এমন অপরূপ সৌন্দর্যের পিছনে রয়েছে একটি গোপন রহস্য। আর সেই রহস্যের উদ্ঘাটন করেছেন স্বয়ং অভিনেত্রী।

টাইমস নাও- সংবাদপত্র অনুসারে, তিনি ত্বকের যত্ন নেওার জন্য ঘরোয়া উপকরণের উপরই ভরসা রাখেন। একসময় এক সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছিলেন উজ্জ্বল ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব বানান। সেই স্ক্রাব তাঁর মায়ের হাতে তৈরি করা। কিয়ারার মায়ের মতে, মাসে একবার এই স্ক্রাব ব্যবহার করলেই হবে নিখুঁত ও মসৃণ সুন্দর ত্বক। ভাবছেন কীভাবে তৈরি হয় এই ম্যাজিক স্ক্রাব! কী কী উপাদানের দরকার পড়বে?

কিয়ারার মতে, তাঁর মা একটি পাত্রের মধ্যে ফ্রেশ ক্রিম, বেসন ব্য়বহার করে একটি পেস্ট তৈরি করেন। সেই পেস্টটিই ত্বকে স্ক্রাবের কাজ করে। মুখে প্রয়োগের পর কয়েক মিনিট অপেক্ষা করার পর বেসন শুকিয়ে যায়। ত্বকে টান পড়তে শুরু করলে আঙুল দিয়ে মৃদু ঘষে মাসাজ করুন। তাতে ত্বকে লেগে থাকা মৃত কোষ ধূর হয়ে যায়।

বেসন ও ফ্রেশ ক্রিম , উভয়ই ত্বকের জন্য খুব উপকারী। উজ্জ্বল ও ময়েশ্চারাইজড ত্বকের জন্য এই দুটি উপাদানের কোনও বিকল্প হয় না। ফ্রেস ক্রিম ত্বককে সমান টোন দিতে সাহায্য করে। ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। অন্যদিকে বেসন অবাঞ্ছিত ট্যান থেকে মুক্তি পেতে সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্যও এটি ভালো। এই স্ক্রাবটি তৈরি করার সময় বেসনের পরিমাণ যেন বেশি না হয়, তা খেয়াল রাখবেন।

হিট সিনেমা শেরশাহ করার পর বেশ কয়েকটি আসন্ন সিনেমায় দেখা যাবে কিয়ারাকে । পরিচালক রাজ মেহতার জুগ জুগ জিও-তে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে তাঁকে। সিনেমাটির প্রযোদনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। সিনেমায় দেখা যাবে নীতু কাপুর ও অনিল কাপুরকেও। অন্যদিকে ধর্মা প্রোডাকশনের আরও একটি সিনেমা গোবিন্দ নাম মেরা-তে ভিকি কৌশল ও ভূমি পেডমেকারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কিয়ারাকে।

প্রসঙ্গত, কিয়ারাকে শেষবার শেরশাহ সিনেমায় দেখা গিয়েছিল। যেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর দারুণ সাড়া ফেলেদিয়েছিল।

আরও পড়ুন: Glossy Hair: ঐশ্বর্যার মত চকচকে সুন্দর চুল চান? হেয়ার মাস্ক হিসেবে এই সবুজ ফলেই হবে কেল্লাফতে