Hair Serum: ঘন চুল পেতে কোন উপায়ে সিরাম ব্যবহার করলে ভাল ফল মিলবে? রইল টিপস
Hair Care Tips: সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করলেও চুলের দফারফা হয়ে যায়। এই কারণে সঠিক শ্যাম্পু, কন্ডিশনার বেছে নেওয়া জরুরি। তার সঙ্গে জরুরি নিয়ম করে হেয়ার সিরাম ব্যবহার করা।
সুন্দর, ঘন ও ঝলমলে চুল সবারই ভাল থাকে। কিন্তু তা সবার থাকে না। নানা কারণে চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়। কিছুটা দূষণের কারণে হয়। আর কিছু ক্রমাগত রাসায়নিক পণ্য ব্যবহারে। চুলে খুব বেশি স্ট্রেটনার বা ড্রায়ার ব্যবহার করলে চুল নষ্ট হয়ে যায়। এমনকী গরম জলে শ্যাম্পু করলেও চুলের বারোটা বাজতে পারে। সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করলেও চুলের দফারফা হয়ে যায়। এই কারণে সঠিক শ্যাম্পু, কন্ডিশনার বেছে নেওয়া জরুরি। তার সঙ্গে জরুরি নিয়ম করে হেয়ার সিরাম ব্যবহার করা।
যেমন নিয়ম করে শ্যাম্পু করেন, তারপর কন্ডিশনার ব্যবহার করেন, তেমনই সিরাম ব্যবহার করা জরুরি। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পর চুল শুকনো করে মুছে নিন। তারপর দু’ফোঁটা হেয়ার সিরাম হাতে নিয়ে বুলিয়ে নিন চুলে। এতে চুলের ফ্রিজিনেস দূর হবে এবং আপনি চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন। নিস্প্রাণ চুলে তাৎক্ষণিক উজ্জ্বলতা ফিরে পেতে আপনি হেয়ার সিরাম ব্যবহার করতে হবে।
হেয়ার সিরাম হল একটি সিলিকন-ভিত্তিক তরল যা আপনার চুলের উপর একটি প্রতিরক্ষামূলক আস্তরণ তৈরি করে। এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি ও তাপ, ময়লা এবং দূষণ থেকে চুলকে রক্ষা করে। পাশাপাশি নিষ্প্রাণ চুলে প্রাণ জোগাতে সাহায্য করে। হেয়ার সিরামে অ্যামিনো অ্যাসিড থাকে, যা চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী। এই পুষ্টি আপনার চুলে আর্দ্রতা প্রদাহ করে।
শ্যাম্পু করার পর অনেকের চুলে জট পড়ে যায়। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু আপনি যদি স্নান সেরে সিরাম ব্যবহার করেন তাহলে আপনাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রাথমিকভাবে, সিরাম চুলকে তৈলাক্ত করে তোলে। কিন্তু তারপর এটি স্বাভাবিক হয়ে যায়। তবে, সঠিক হেয়ার সিরাম বেছে নেওয়া জরুরি।
যাঁদের তৈলাক্ত চুল তাঁদের খুব হালকা সিরাম বেছে নেওয়া উচিত। তাহলে দেখবেন আপনার চুল আর তৈলাক্ত মনে হচ্ছে না। অন্যদিকে, ক্রিম ভিত্তিক সিরাম ঘন চুলের জন্য ভাল, এটি চুলকে পুষ্টির জোগান দেয়। আর যদি আপনি চুলে ঘন ঘন স্টাইল করেন, স্ট্রেটনার, ড্রায়ার ইত্যাদি ব্যবহার করেন, তাহলে ক্যারোটিন যুক্ত হেয়ার সিরাম বেছে নিন। এটি চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাছাড়া এতে চুল মজবুত হয়।
সবসময় ভেজা চুলে সিরাম লাগাতে হবে। চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। তারপর সিরাম লাগান। হাতের তালুতে দু-তিন ফোঁটা হেয়ার সিরাম নিয়ে ঘষে নিন। তারপর ওই হাতে চুলে বুলিয়ে নিন। চুলে স্টাইল করার আগে হেয়ার সিরাম প্রয়োগ করুন