নরম তুলতুলে ত্বক চাই? ‘সিক্রেট টিপস’ শেয়ার করলেন মালাইকা অরোরা
বিউটি ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকতে হলে ত্বকের পরিচর্চার দিকে বিশেষ খেয়াল রাখা দরকার পড়ে। কারণ তাঁদের প্রতিনিয়ত নানান ধরনের নামী-দামী প্রোডাক্টের পণ্যে ব্যবহার করতে হয়। সকলের একই রকমের ত্বকের টেক্সচারও হয় না। আলাদা দেখভালের প্রয়োজন আবশ্যিক।
প্রোবায়োটিক ও অ্যালোভেরায় ত্বককে আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। স্কিনের জন্য এই দুটি উপাদানের প্রয়োজন যথেষ্ট। আমরা সাধারণত, অন্যের ত্বেকর পরিচর্চার দিকে নজর রাখি। বিশেষ করে পছন্দের অভিনেত্রী বা তারকাদের রূপচর্চায়। তাঁরা সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী করেন সৌন্দর্য বৃদ্ধির জন্য, কী কী প্রোডাক্ট ব্যবহার করলে তাঁদের মতো মসৃন ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় তাই নিয়েই ভেবে থাকি। তারকাদের মতো ত্বক পেতে চান? নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে নিজের ত্বকের সিক্রেট শেয়ার করলেন বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী মালাইকা আরোরা।
স্নানের আগে ত্বকে স্ক্রাব করবেন কীভাবে? কী কী উপাদানের জেরে ত্বক মসৃণ, উজ্জ্বল ও নরম তুলতুলে হবে তার একটি ঘরোয়া টিপস দিয়েছেন মালাইকা। খুল সহজ ও ঘরোয়া একটি সিক্রেট টিপস শেয়ার করেছেন।পরিস্কার ও সুন্দর ত্বক পেতে নিয়মিত এই রূপচর্চা করুন।
View this post on Instagram
একটি কাঁচের বোলে হাফ কাপ গ্রাউন্ড কফি, হাফ কাপ ব্রাউন সুগার ( সাধারণ সাদা চিনিও নিতে পারেন) ও নারকেল তেল। তিনটি উপকরণ নিয়ে ভালো করে একটি প্যাক তৈরি করুন। এবার হাতে, পায়ে, গায়ে, মুখে লাগাতে পারেন এই অসাধারণ স্ক্রাব প্যাকটি। যদি নারকেল তেল ব্যবহারে আলার্জি থাকে তাহলে আমন্ড ওয়েল ব্যবহার করতে পারেন।
ত্বকের সঠিক দেখভালের সঙ্গে সঙ্গে দরকার ব্যালান্ড লাইফস্টাইল, পর্যাপ্ত ঘুম, যোগার অভ্যাস, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও রূপচর্চার জন্য ঘরোয়া উপাদান ও পজিটিভ চিন্তাভাবনা।