Skin Care Tips: ক্রিম, ময়েশ্চারাইজ়ার, সিরাম নিয়ে বিভ্রান্তি? কার পরে কোনটি ব্যবহার করবেন, জেনে নিন…

Beauty Tips: সঠিকভাবে এই প্রসাধনী পণ্য ব্যবহার না করায় ত্বকেও ভাল ফল দেখা যায় না। নিয়ম মেনে এগুলো ব্যবহার করলে তবেই পাবেন নিখুঁত ত্বক।

Skin Care Tips: ক্রিম, ময়েশ্চারাইজ়ার, সিরাম নিয়ে বিভ্রান্তি? কার পরে কোনটি ব্যবহার করবেন, জেনে নিন...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 12:06 PM

ত্বকের যত্ন নিতে গেলে সঠিক স্কিন কেয়ার পণ্য ব্যবহার করা যেমন জরুরি তেমনই সঠিকভাবে ব্যবহার করা জরুরি। এখন বাজারে এত ধরনের স্কিন কেয়ার পণ্য পাওয়া যায় যে কোনটির পর কোনটি ব্যবহার করা উচিত তা বিভ্রান্তি তৈরি করে অনেকের মনে। অনেকেরই প্রশ্ন যে সানস্ক্রিন মাখলে ময়েশ্চারাইজারের প্রয়োজন আছে কি না। কিংবা ফেসিয়াল অয়েল ভাল নাকি সিরাম। কোনটা কার আগে বা কার পরে ব্যবহার করা জরুরি সেটা নিয়েও অনেকের মনে নানা প্রশ্ন থাকে। যে কারণে সঠিকভাবে এই প্রসাধনী পণ্য ব্যবহার না করায় ত্বকেও ভাল ফল দেখা যায় না। নিয়ম মেনে এগুলো ব্যবহার করলে তবেই পাবেন নিখুঁত ত্বক। কীভাবে করবেন, রইল তার সম্পূর্ণ গাইডলাইন।

প্রথম ধাপ- ক্লিনজ়ার আর টোনার

ত্বক পরিষ্কার করা বিশেষ জরুরি। ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজ়ার বেছে নিন। ক্লিনজ়ার দিয়ে মুখ ধোয়ার পর তুলোর বলে টোনার নিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকবে এবং ওপেন পোরসগুলো পরিষ্কার হয়ে যাবে।

দ্বিতীয় ধাপ- সিরাম

ভিটামিন সি-যুক্ত সিরাম ব্যবহার করুন। এটি ত্বককে সরাসরি পুষ্টির উপাদান পৌঁছে দেয়। দু’বেলা ত্বকে সিরাম লাগালে ভাল। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত সকালবেলা সিরাম ব্যবহার করুন।

তৃতীয় ধাপ- ময়েশ্চারাইজ়ার

সিরাম ব্যবহারের পর অনেকেই ময়েশ্চারাইজ়ার এড়িয়ে যান। ভুল করেন। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি। তৈলাক্ত ত্বক হলেও আর্দ্রতা প্রয়োজন। সেই ক্ষেত্রে অয়েল ফ্রি ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন।

চতুর্থ ধাপ- আইক্রিম ও জেল

চোখের নীচের চামড়া অনেক বেশি পাতলা ও কোমল হয়। তাই আন্ডার আই ক্রিম ব্যবহার করা জরুরি। এতে চোখের নীচের ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। এতে চট করে কালশিটে দাগ পড়ে না। প্রয়োজনে আই ক্রিমের উপর আন্ডার আই জেলও লাগিয়ে নিতে পারেন। এই স্টেপটি সকালে নাও করেন তাহলে অন্তত রাতে শুতে যাওয়ার আগে মেনে চলুন।

পঞ্চম ধাপ- সানস্ক্রিন

যেখানে ত্বককে ভাল রাখার প্রশ্ন সেখানে কোনওভাবেই বাদ দেওয়া যাবে না সানস্ক্রিন। সানস্ক্রিন আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে। সঠিক এসপিএফ দেখে সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন ছাড়া কখনওই আপনার ত্বকের যত্ন পূরণ হয় না।