মোলায়েম হাতের পরশ! পেতে পারেন সহজ কিছু উপায়ে

দিনের পর দিন হাতে স্যানিটাইজার ব্যবহার করে বারোটা বেজেছে। হাত হয়েছে রুক্ষ ও নির্জীব।

মোলায়েম হাতের পরশ! পেতে পারেন সহজ কিছু উপায়ে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 7:25 PM

ডেটে যাচ্ছেন আপনি। এদিকে হাতের অবস্থা ভাল নয়। নখ কাটা নেই। হাতের তালু খড়খড়ে। রুক্ষ-সূক্ষ্ম-নির্জীব। নিয়মিত স্যানিটাইজার মেখে আরও বারোটা বেজেছে। এই অবস্থায় কীভাবে ইমপ্রেস করবেন প্রিয়তমকে। কখনও যদি তিনি আপনার হাত ধরেন, শক খেতেই পারেন। তা যদি নাও হয়, নিজের একটু খেয়াল রাখা দরকার। তাই হাতকে কোমল ও মোলায়েম করে তুলুন। কিছু নিয়ম মানুন প্রতিদিন –

১. নিয়ম করে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। ময়েশ্চারাইজিং সাবান হলে আরও ভালো। গরম জলে হাত পরিষ্কার করবেন না। পরিবর্তে হালকা গরম জল ব্যবহার করুন। বেশি সুগন্ধি যুক্ত সাবান ব্যবহার করবেন না। ত্বক রুক্ষ হয়ে যেতে পারে।

২. নেল ব্রাশ দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের ভিতরের ময়লা দূর হয় অনায়াসে।

৩. নেল কাটার দিয়ে নিয়ম করে প্রতি সপ্তাহে নখ কাটুন। তারপর ফাইলার দিয়ে ফাইল করুন।

৪. হাত পরিষ্কার করার জন্য স্ক্রাবার পাওয়া যায়। একটা কিনে নিন। এতে হাতের ময়লা দূর হয় সহজে। হাত নরম হয়।

৫. হাতে সাবান দেওয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব জরুরি। তাতে হাত নরম হয়। বাজারে অনেক ধরনের হ্যান্ড ক্রিম পাওয়া যায়। মেখে নিন। রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।

৬. সূর্যের অতি বেগুনি রশ্মিতে হাতে ট্যান পরতে পারে। বাইরে বেরনোর সময় এসভিএফ যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

৭. বাড়ির ভারী কাজ করার সময় হাতে গ্লাভস পরে নিন। বিশেষ করে বাসন মাজার সময়।

আরও পড়ুনঅ্যান্টি এজিং ট্রিটমেন্টের সঠিক বয়স কী; কীভাবে রুখবেন বলিরেখার আগমন?