ব্যাকগ্রাউন্ডে ডাইনোসরের কঙ্কাল, সামনে চলছে ফ্যাশন শো!
Fashion Trend: ব্যাকগ্রাউন্ডে ইতিহাসকে সাক্ষী রেখে রকমারি পোশাকে সেজে ক্যামেরায় পোজ দিয়েছেন মডেলরা।
আপনার ঠিক পিছনে একটা ডাইনোসরের কঙ্কাল। অথবা কোনও লুপ্ত প্রাণীর জীবাশ্ম ব্যাকগ্রাউন্ডে। আর সামনে সুবেশী মডেল। প্রথম দুটি জিনিস আপনি পাবেন মিউজিয়ামে। সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে সুবেশী মডেল!
ঠিক এমন ঘটনাই ঘটেছে Senckenberg Natural History Museum-এ। ২৩ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার স্যামুয়েল গার্টনার মিউজিয়ামের অভ্যন্তরেই তাঁর নতুন কালেকশন লঞ্চ করেছেন। ব্যাকগ্রাউন্ডে ইতিহাসকে সাক্ষী রেখে রকমারি পোশাকে সেজে ক্যামেরায় পোজ দিয়েছেন মডেলরা।
সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে মাত্র ১০০ জন দর্শক আমন্ত্রণ পেয়েছিলেন এই অভিনব ফ্যাশন শোয়ে। কিছুটা দূরত্ব রেখে তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছিল। কোথাও বা পাশাপাশি বসতেও দেখা গিয়েছে তাঁদের। এ হেন অভিনব ফ্যাশন শো নিঃসন্দেহে ফ্যাশনের ইতিহাসে জায়গা করে নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পোশাকের থিম অনুযায়ী নাকি মিউজিয়ামকে বেছে নিয়েছিলেন স্যামুয়েল। তাঁর দেখানো পথে বিশ্বের নানা প্রান্তের ডিজাইনাররা এ বার মিউজিয়ামেই হয়তো শো করতে চাইবেন। করোনা পরবর্তী পৃথিবীকে তা কতটা সম্ভব হয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন, Fashion Tips: বিয়ে বা রিসেপশনে কেমন ব্যাগ নেবেন নতুন কনে?