জাহ্নবীর স্নো হোয়াইট বিকিনি সেট এবার আপনার ওয়ার্ড্রোবে! দাম কত জানেন?
শুধুমাত্র বিচ ওয়্যার নয়, এটি স্পোর্টস ওয়্যার হিসেবে পরা যেতে পারে। স্নো হোয়াইট বিকিনি সেটের দাম মাত্র ৫.০৪০ টাকা!
সামার আউটফিটে হট জাহ্ণবী কাপুরের সাম্প্রতিক ছবি এখন ভাইরাল। সমুদ্র সৈকতে গা ভেজানোর স্যুইম স্যুটে উষ্ণতা ছড়ানোর ছবিতে মুগ্ধ নেটিজেনরা।
সামার ওয়্যারড্রোব থেকে টেন্ডিয়েস্ট সাল্ট্রি আউটফিটে আগুন ঝরিয়েছেন জাহ্ণবী কাপুর। স্টাইলিশ বিকিনি ও হোয়াইট ডেনিমের জ্যাকেট- সাধারণ কিন্তু ট্রেন্ডি পোশাকে হট জাহ্ণবী। এর আগেও বহু ফটোশ্য়ুটে তিনি আগুন ঝরিয়েছেন, কিন্তু সম্প্রতি বিকিন লুকের ছবিতে সেই উষ্ণতার পারদ চড়েছে অনেকটাই।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটিতে দেখা গিয়েছে, বলিউডের অন্য়তম ডিভা স্নো হোয়াইট স্যুইম স্যুটের সঙ্গে সাদা রঙেরই ডেনিম জ্যাকেট বেছে নিয়েছেন। সামার ভ্য়াকেশনে সি-বিচে সানবাথ কিংবা নোনাজলে গা ভেজানো, সবতেই পোশাকের আভিজাত্য প্রকাশ পাবে।
ডিজাইনার আকৃতি গ্রোভারের তৈরি স্যুইম স্যুটটি সাধারণ স্টাইলের হলেও অত্যন্ত স্টাইলি ও কনটেম্পরারি ট্রেন্ডসকে সামনে আনে। শুধুমাত্র বিচ ওয়্যার নয়, এটি স্পোর্টস ওয়্যার হিসেবে পরা যেতে পারে। স্নো হোয়াইট বিকিনি সেটের দাম মাত্র ৫.০৪০ টাকা! এই বিকিনি যদি আপনার ওয়্যারড্রোবে রাখতে চান তাহলে ডিজাইনারের ওয়েবসাইটে সার্চ করতে পারেন।
আরও পড়ুন: সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নয়া উদ্যোগ, মেটারনিটি পোশাক নিলাম করার সিদ্ধান্ত অনুষ্কার